অকুতোভয়
ভয়কে মোরা জয় করেছি
আন্দোলনে স্বাধিকার,
রক্ত দিয়ে জয় এনেছি
জয় এনেছি বারং বার।
এই দেশেতে পদ্মা মেঘনা
যমুনা নদী বয়,
রক্ত দিয়ে দেশ কিনেছি
মোদের কিসের ভয়?
স্বাধীনতা রক্ষার তরে
সবসময় মোরা তেজিয়ান,
ভয় নাই,ওরে ভয় নাই মোদের
আমরা তো ভাই নওজোয়ান।
রক্ত যখন দিয়েছি মোরা
আরও দিব হাজার বার,
যায় যাবে মোদের প্রাণটা চলে,
ভয় করি নাকো ধারি নাকো ধার।।
------------
লেখা-১৭ মার্চ,২০১৮
আন্দোলনে স্বাধিকার,
রক্ত দিয়ে জয় এনেছি
জয় এনেছি বারং বার।
এই দেশেতে পদ্মা মেঘনা
যমুনা নদী বয়,
রক্ত দিয়ে দেশ কিনেছি
মোদের কিসের ভয়?
স্বাধীনতা রক্ষার তরে
সবসময় মোরা তেজিয়ান,
ভয় নাই,ওরে ভয় নাই মোদের
আমরা তো ভাই নওজোয়ান।
রক্ত যখন দিয়েছি মোরা
আরও দিব হাজার বার,
যায় যাবে মোদের প্রাণটা চলে,
ভয় করি নাকো ধারি নাকো ধার।।
------------
লেখা-১৭ মার্চ,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৩/২০১৮ভালো।