নাড়ির টান
পরীক্ষাটা হলো শেষ,
লাগছে এখন বেশ!
ঘোরাঘুরি এইবার
হবে জম্পেশ!
কতদিন ধরে যাইনি বাড়ি!
যাইনি সোনার গাঁয়ে!
গাঁয়ের ধুলি মাখিনি আমি!
আমার দুটি পায়ে।
বহুদিন ধরে দেইনি চুমুক!
মামার দোকানের চায়ে,
সেই কবে থেকে উঠিনি বল!
তিস্তা পাড়ের নায়ে।
তাইতো নাড়ির টানে
যাচ্ছি বাড়ির পানে,
ঐ সর্পসম ট্রেনে-
নয়-তো কোন প্লেনে।
আড়াই মাসের পর,
ফিরব আজ-ই ঘর।
সইছে না আর তর,
আর কতক্ষণ পর!
দেখব গাঁয়ের মুখ
ভূলব সকল দুখ,
ভরবে আমার বুক
হায়রে কি যে সুখ!
____________
লেখা-১৩ মার্চ,২০১৮
লাগছে এখন বেশ!
ঘোরাঘুরি এইবার
হবে জম্পেশ!
কতদিন ধরে যাইনি বাড়ি!
যাইনি সোনার গাঁয়ে!
গাঁয়ের ধুলি মাখিনি আমি!
আমার দুটি পায়ে।
বহুদিন ধরে দেইনি চুমুক!
মামার দোকানের চায়ে,
সেই কবে থেকে উঠিনি বল!
তিস্তা পাড়ের নায়ে।
তাইতো নাড়ির টানে
যাচ্ছি বাড়ির পানে,
ঐ সর্পসম ট্রেনে-
নয়-তো কোন প্লেনে।
আড়াই মাসের পর,
ফিরব আজ-ই ঘর।
সইছে না আর তর,
আর কতক্ষণ পর!
দেখব গাঁয়ের মুখ
ভূলব সকল দুখ,
ভরবে আমার বুক
হায়রে কি যে সুখ!
____________
লেখা-১৩ মার্চ,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আকরাম খাঁন (গোলাপ) ১৫/০৩/২০১৮ভালো
-
সাঁঝের তারা ১৪/০৩/২০১৮ভাল ...
-
মোঃ আকরাম খাঁন (গোলাপ) ১৪/০৩/২০১৮সুন্দর
-
আনাস খান ১৩/০৩/২০১৮nice