মা
মা জননী নাইরে যাহার
কিছুই তাহার নাইরে,
মা যে ভবে হিরার টুকরা
মনে রাখিস ভাইরে।
সবার চেয়ে আপনজন
সে যে হলো মা,
সবাই পারে ফেলে দিতে
সে তো পারেনা।
বোবা-কালা হলেও তুই
মায়ের কাছে সোনা,
ভালবেসে আগলে রাখিস
কষ্ট দিস না।
মায়ের পদতলে যে তোর
জান্নাতের ভেলা,
কখনও তুই করিসনা ভাই
মা-কে অবহেলা।
যদি করিস অবহেলা
কষ্ট দিস মা-কে,
সুখি হতে পারবিনা তুই
দ্যুলোক-ভূলোকে।।
_________________
লেখা-১১ মার্চ,২০১৮
কিছুই তাহার নাইরে,
মা যে ভবে হিরার টুকরা
মনে রাখিস ভাইরে।
সবার চেয়ে আপনজন
সে যে হলো মা,
সবাই পারে ফেলে দিতে
সে তো পারেনা।
বোবা-কালা হলেও তুই
মায়ের কাছে সোনা,
ভালবেসে আগলে রাখিস
কষ্ট দিস না।
মায়ের পদতলে যে তোর
জান্নাতের ভেলা,
কখনও তুই করিসনা ভাই
মা-কে অবহেলা।
যদি করিস অবহেলা
কষ্ট দিস মা-কে,
সুখি হতে পারবিনা তুই
দ্যুলোক-ভূলোকে।।
_________________
লেখা-১১ মার্চ,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৩/০৩/২০১৮ভাল লেগেছে
-
মোঃ আকরাম খাঁন (গোলাপ) ১২/০৩/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৩/২০১৮দারুণ, চমৎকার।
-
আবিদ রহমান ১১/০৩/২০১৮খুব চমৎকার হয়েছে।
-
আবিদ রহমান ১১/০৩/২০১৮খুব চমৎকার হয়েছে।