সাবধান
যদি তুমি কেড়ে নাও
কারো মুখের গ্রাস
জেনে রেখো আসছে ধেয়ে
তোমার সর্বনাশ।
অন্যের হক পয়মাল করা
অনেক বড় পাপ,
হকদারের হক কেড়ে নিলে
পাবে নাকো মাফ।
বাপকে নাকি পাপ ছাড়েনা
সর্বজনে কয়,
অধিকারের হরণ হলে
তুমিও হবে লয়!
বাঁচতে যদি চাও তবে
কাড়তে যেওনা হক,
অন্যায় কাজে মনের তালা
করে দিও লক।।
_______________
লেখা-১০ মার্চ,২০১৮
★পত্রিকায় প্রথম প্রকাশ-১২ মার্চ,২০১৮।
(দৈিনিক যুগের আলো,রংপুর)।
কারো মুখের গ্রাস
জেনে রেখো আসছে ধেয়ে
তোমার সর্বনাশ।
অন্যের হক পয়মাল করা
অনেক বড় পাপ,
হকদারের হক কেড়ে নিলে
পাবে নাকো মাফ।
বাপকে নাকি পাপ ছাড়েনা
সর্বজনে কয়,
অধিকারের হরণ হলে
তুমিও হবে লয়!
বাঁচতে যদি চাও তবে
কাড়তে যেওনা হক,
অন্যায় কাজে মনের তালা
করে দিও লক।।
_______________
লেখা-১০ মার্চ,২০১৮
★পত্রিকায় প্রথম প্রকাশ-১২ মার্চ,২০১৮।
(দৈিনিক যুগের আলো,রংপুর)।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আকরাম খাঁন (গোলাপ) ১২/০৩/২০১৮অসাধারন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৩/২০১৮অত্ত্যন্ত সুন্দর মাধুরীময় কবিতাখানি
-
সুজয় সরকার ১১/০৩/২০১৮ছন্দের ঝংকারে ন্যায় ধনুকের টংকার।
-
আনাস খান ১০/০৩/২০১৮peace be upon you.
very nice poem