বিদ্রোহী নারী
দিকে দিকে আজকে নারীর
বিপুল আয়োজন,
অবহেলায় জীবন আর নয়
হোকনা জাগরণ।
জাগরে আমার মা-বোনেরা
জাগরে নারী জাতি,
আঁধার দেয়াল ভেঙে দিয়ে
জ্বালাও ভবে বাতি।
নারীর প্রতি অবহেলা
আর সহ্য নয়,
বাঁধার শিকল ছুড়ে ফেলে
করতে হবে জয়।
নারী জাতি শপথ নাও
হাতে রেখে হাত,
এবার মোরা ভেঙে দিব
নারী বিদ্বেষীর দাঁত।।
____________________
লেখা-০৯ মার্চ,২০১৮
বিপুল আয়োজন,
অবহেলায় জীবন আর নয়
হোকনা জাগরণ।
জাগরে আমার মা-বোনেরা
জাগরে নারী জাতি,
আঁধার দেয়াল ভেঙে দিয়ে
জ্বালাও ভবে বাতি।
নারীর প্রতি অবহেলা
আর সহ্য নয়,
বাঁধার শিকল ছুড়ে ফেলে
করতে হবে জয়।
নারী জাতি শপথ নাও
হাতে রেখে হাত,
এবার মোরা ভেঙে দিব
নারী বিদ্বেষীর দাঁত।।
____________________
লেখা-০৯ মার্চ,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌমেন সেন ১০/০৩/২০১৮পাঠে মুগ্ধ হলাম। আমার ক্ষুদ্র পাতায় ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়।
-
সায়েম মুর্শেদ ১০/০৩/২০১৮জাগো নারী জাগো।
-
কামরুজ্জামান সাদ ১০/০৩/২০১৮ভাল লেখা।।
-
আনাস খান ০৯/০৩/২০১৮inspirational
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/০৩/২০১৮অনেক সুন্দর
-
মো : আবুল হোসেন ০৯/০৩/২০১৮সুন্দর