তাঁর বিহনে
"শুন্য খাঁচা পড়ে আছে
পাখি গেছে উড়ে,
পাখির সকল পরিজনে
কাঁদছে করুণ সুরে।
হৃদয় জুড়ে তার বসবাস
হৃদয়েই সে থাকে,
চঞ্চলা-চপলা সেই মেয়েটি
ভুলা যায়না তাকে।
চলে গিয়েও সবার মাঝে
আজও সে বিরাজমান,
তার স্মৃতির অন্তরালে
কাঁদে সবার মন।
অল্প বয়সে চলে গেল সে
পাড়ি দিল পরপারে,
তারে বিহনে ভূবন কাঁদে
আর্তনাদের সুরে।।
_____________
★লেখা-০৮ মার্চ,২০১৮
পাখি গেছে উড়ে,
পাখির সকল পরিজনে
কাঁদছে করুণ সুরে।
হৃদয় জুড়ে তার বসবাস
হৃদয়েই সে থাকে,
চঞ্চলা-চপলা সেই মেয়েটি
ভুলা যায়না তাকে।
চলে গিয়েও সবার মাঝে
আজও সে বিরাজমান,
তার স্মৃতির অন্তরালে
কাঁদে সবার মন।
অল্প বয়সে চলে গেল সে
পাড়ি দিল পরপারে,
তারে বিহনে ভূবন কাঁদে
আর্তনাদের সুরে।।
_____________
★লেখা-০৮ মার্চ,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৪/২০১৮কি বিরহ
-
আনাস খান ১০/০৩/২০১৮Nice too
-
আনাস খান ১০/০৩/২০১৮Very sad
-
সুজয় সরকার ০৮/০৩/২০১৮চমৎকার
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/০৩/২০১৮বেদনাময় কবিতা ।