জ্বালাময়ী সে ভাষণ
৭ই মার্চ বঙ্গবন্ধুর
গগনবিদারী ভাষণ,
নির্মূল হোক বাংলায়
পাক হায়েনার শাসন।
সেই ভাষণে উঠল জেগে
আপামর সাধারণ,
দেশকে স্বাধীন করার তরে
করল সবাই পণ।
বঙ্গবন্ধুর ভাষণ শুনে
থাকলনা কেউ ঘরে,
যা আছে নিয়ে বেড়িয়ে এলো
স্বাধীনতার তরে।
বৃদ্ধ-যুবা,শিশু-কিশোর
জাগল ভাষণ শুনে
চুপ থাকতে পারলনা কেউ
বঙ্গবন্ধুর আহ্বানে।
________________
→লেখা-৭ মার্চ,২০১৮
গগনবিদারী ভাষণ,
নির্মূল হোক বাংলায়
পাক হায়েনার শাসন।
সেই ভাষণে উঠল জেগে
আপামর সাধারণ,
দেশকে স্বাধীন করার তরে
করল সবাই পণ।
বঙ্গবন্ধুর ভাষণ শুনে
থাকলনা কেউ ঘরে,
যা আছে নিয়ে বেড়িয়ে এলো
স্বাধীনতার তরে।
বৃদ্ধ-যুবা,শিশু-কিশোর
জাগল ভাষণ শুনে
চুপ থাকতে পারলনা কেউ
বঙ্গবন্ধুর আহ্বানে।
________________
→লেখা-৭ মার্চ,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ০৯/০৩/২০১৮বেশ লিখেছেন
-
মীর মুহাম্মাদ আলী ০৭/০৩/২০১৮বেশ! বেশ! অনেক ভালো কবিতা।
-
মো : আবুল হোসেন ০৭/০৩/২০১৮খুব সুন্দর।