www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রূপের ঝলক

লাল শাড়িটা পড়ছো তুমি
কপালের টিপ কালো,
দেখতে যেমন পূর্ণিমার চাঁদ
আঁধার ঘরের আলো।

দুধে-আলতা বরণ তোমার
গালে পরে টোল।
হার মেনে যায় ঐশ্বরিয়া,
দীপিকা-কাজল।

নীল চোখের ঐ চাহনিতে,
পাগল করে ফেলো।
তোমার রূপের ঝলক লেগে,
দিলটা পুড়ে গেল।

কি করে আর ভূলব তোমায়?
বলনা তুমিই বল!
তুমি আমার পূর্ণিমার চাঁদ,
আঁধার ঘরের আলো।
________________
→লেখা- ৫ মার্চ,২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ তো!
  • আলোময় হোক জীবনের পরতে পরতে । ধন্যবাদ ।
  • মোঃ ফাহাদ আলী ০৫/০৩/২০১৮
    আলোময় কবিতা। ভালো লাগলো।
 
Quantcast