বাউল মন
কবি ঋষি সাধক বাউল
ফকির কবীর দরবেশ,
গান বেধেছে ভাবুক মনে
ভাব জগতে মিশে বেশ!
একতারারই তালে তালে
দুলছে যে তাঁর রেশমী কেশ,
তাঁর গানেতে মাতাল আজি
ভাব জগতের পরিবেশ।
তাঁর গানেতে মুগ্ধ সবাই
শহর-গ্রাম,দেশ-বিদেশ,
ভাবুক মনে গান বেধেছে
ফকির কবীর দরবেশ।
গানিক মনে ভাবেন তিনি
ভব পাড়ের কোথায় শেষ?
ভাবুক মনে ভাবেন তিনি,
ভাবনা যে তাঁর হয়না শেষ!
_________________
লেখা- ০৪ মার্চ,২০১৮
----
আমার লেখা এই কবিতাটি "আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজ কল্যাণ সংসদ" এর আয়োজিত প্রতিযোগীতায় সেরা আটটি কবিতার মধ্যে স্থান করে নেয় ০৪ মার্চ,২০১৮ তারিখ।
ফকির কবীর দরবেশ,
গান বেধেছে ভাবুক মনে
ভাব জগতে মিশে বেশ!
একতারারই তালে তালে
দুলছে যে তাঁর রেশমী কেশ,
তাঁর গানেতে মাতাল আজি
ভাব জগতের পরিবেশ।
তাঁর গানেতে মুগ্ধ সবাই
শহর-গ্রাম,দেশ-বিদেশ,
ভাবুক মনে গান বেধেছে
ফকির কবীর দরবেশ।
গানিক মনে ভাবেন তিনি
ভব পাড়ের কোথায় শেষ?
ভাবুক মনে ভাবেন তিনি,
ভাবনা যে তাঁর হয়না শেষ!
_________________
লেখা- ০৪ মার্চ,২০১৮
----
আমার লেখা এই কবিতাটি "আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজ কল্যাণ সংসদ" এর আয়োজিত প্রতিযোগীতায় সেরা আটটি কবিতার মধ্যে স্থান করে নেয় ০৪ মার্চ,২০১৮ তারিখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৫/০৩/২০১৮sundor lekha...
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/০৩/২০১৮ছন্দময় সুন্দর ছড়া ।
যায় তা আরামে পড়া ।