থাকব কি করে
কি করে থাকব তোমায় ছেড়ে প্রিয়া?
তোমায় ছাড়া কাঁদবে যে মোর হিয়া।
তুমি ছাড়া দপ করে যায় যেন নিভিয়া,
ভেঙে যায় যেন ফিবুলা আর টিবিয়া।
কলিজাটা ওঠে যেন কাঁপিয়া,
ফুসফুস যায় যেন শুকিয়া।
রক্ত চলাচল বন্ধ হয় শিরা উপশিরা দিয়া,
কি করে থাকব তোমায় ছেড়ে প্রিয়া।
তোমায় ছাড়া কাঁদবে যে মোর হিয়া।
তুমি ছাড়া দপ করে যায় যেন নিভিয়া,
ভেঙে যায় যেন ফিবুলা আর টিবিয়া।
কলিজাটা ওঠে যেন কাঁপিয়া,
ফুসফুস যায় যেন শুকিয়া।
রক্ত চলাচল বন্ধ হয় শিরা উপশিরা দিয়া,
কি করে থাকব তোমায় ছেড়ে প্রিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৩/০৩/২০১৮বাহ। ভাষা জ্ঞানময় কবিতা
-
কামরুজ্জামান সাদ ০৩/০৩/২০১৮বাহ!
-
মধু মঙ্গল সিনহা ০৩/০৩/২০১৮চমৎকার
-
ইবনে মিজান ০২/০৩/২০১৮হাড্ডি পর্যন্ত ফুলে যায়.....!
-
আব্দুল হক ০২/০৩/২০১৮Nice