বেওয়ারিশ লাশ
ছিন্নবিচ্ছিন্ন তার সর্বাঙ্গ আজ,
শরীরে কীট-পতঙ্গের বাস,
ছোঁবল মেরে খুটে খুটে খাচ্ছে,
ভাসমান পানকৌড়ি আর হাঁস।
নাক ঢেকে পালাচ্ছে মানুষ,
মশা-মাছিরা করছে চাষ,
পশু-পাখিরা দৌড়ে পালাচ্ছে,
দুর্গন্ধে ভরে গেছে চারপাশ।
বুড়ি তিস্তায় ভেসে উঠেছে এক,
ক্ষত-বিক্ষত যুবকের লাশ।
কেউ জানেনা কি নাম তার,
জানেনা কোথায় ছিল বসবাস।
কিভাবে মরল সেটাও জানেনা,
আর মরার-ই বা হলো কয় মাস।
ভাবতেই খাড়া হয়ে যায় লোম,
বন্ধ হতে চায় শ্বাস-প্রশ্বাস!
আমিও তো হতে পারতাম,
তার মত এক বেওয়ারিশ লাশ!
_______________________
লেখা-২৭ ফেব্রুয়ারী,২০১৮
_______________________
পত্রিকায় প্রকাশ-০৪ মার্চ,২০১৮
শরীরে কীট-পতঙ্গের বাস,
ছোঁবল মেরে খুটে খুটে খাচ্ছে,
ভাসমান পানকৌড়ি আর হাঁস।
নাক ঢেকে পালাচ্ছে মানুষ,
মশা-মাছিরা করছে চাষ,
পশু-পাখিরা দৌড়ে পালাচ্ছে,
দুর্গন্ধে ভরে গেছে চারপাশ।
বুড়ি তিস্তায় ভেসে উঠেছে এক,
ক্ষত-বিক্ষত যুবকের লাশ।
কেউ জানেনা কি নাম তার,
জানেনা কোথায় ছিল বসবাস।
কিভাবে মরল সেটাও জানেনা,
আর মরার-ই বা হলো কয় মাস।
ভাবতেই খাড়া হয়ে যায় লোম,
বন্ধ হতে চায় শ্বাস-প্রশ্বাস!
আমিও তো হতে পারতাম,
তার মত এক বেওয়ারিশ লাশ!
_______________________
লেখা-২৭ ফেব্রুয়ারী,২০১৮
_______________________
পত্রিকায় প্রকাশ-০৪ মার্চ,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সয়েল সেলিম হাসান ০১/০৩/২০১৮চমৎকার
-
মোঃআরাফাত হোসাইন ২৮/০২/২০১৮wowwww
-
মোঃ তপু রায়হান ২৮/০২/২০১৮ভাই যা লিখেছেন,, জবাব নাই
-
শামিম ইশতিয়াক ২৮/০২/২০১৮অসাধারণ কলমের ভাষা
-
সুজয় সরকার ২৭/০২/২০১৮বেশ অন্যরকম
-
নুরনবী সরকার ২৭/০২/২০১৮awesome