তুমি পারোনি
মানিব্যাগের কোণে খুব যত্ন করে রেখেছি,
তোমার দেওয়া সেই দশ টাকার নোটটি।
আজও অক্ষত আছে সেই নোটে,
তোমার দস্তখতের কালো চিহ্নটি।
আমি কথা রেখেছি,তুমি পারোনি!
আমার বুকে আজও লেখা আছে,
আজও লেখা আছে তোমার নামটি,
আমার অনামিকাতে আজও আছে,
তোমার দেওয়া দশ টাকার সেই আংটি,
আমি কথা রেখেছি,তুমি পারোনি!
আমার কর্ণকুহরে আজও বাজে,
বাজে তোমার গাওয়া সেই গানটি,
আমার অক্ষিপটে আজও ভাসে,
তোমার হাতকাটার সেই দাগটি,
আমি কথা রেখেছি,তুমি পারোনি!
আমার নোটবুকে আজও লেখা আছে,
তোমার লেখা সেই কবিতাটি,
আমার ড্রয়ারে আজ অক্ষত আছে,
অক্ষত আছে তোমার দেওয়া ফটোটি,
আমি কথা রেখেছি,তুমি পারোনি!
আমি কথা দিয়েছিলাম তোমায়,
শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব তোমারই,
আমি তোমায় ছেড়ে যাইনি,
তুমিই আজ অন্যের ঘরনি,
আমি কথা রেখেছি,তুমি পারোনি!!
__________________
লেখা-২৫ ফেব্রুয়ারী,২০১৮
তোমার দেওয়া সেই দশ টাকার নোটটি।
আজও অক্ষত আছে সেই নোটে,
তোমার দস্তখতের কালো চিহ্নটি।
আমি কথা রেখেছি,তুমি পারোনি!
আমার বুকে আজও লেখা আছে,
আজও লেখা আছে তোমার নামটি,
আমার অনামিকাতে আজও আছে,
তোমার দেওয়া দশ টাকার সেই আংটি,
আমি কথা রেখেছি,তুমি পারোনি!
আমার কর্ণকুহরে আজও বাজে,
বাজে তোমার গাওয়া সেই গানটি,
আমার অক্ষিপটে আজও ভাসে,
তোমার হাতকাটার সেই দাগটি,
আমি কথা রেখেছি,তুমি পারোনি!
আমার নোটবুকে আজও লেখা আছে,
তোমার লেখা সেই কবিতাটি,
আমার ড্রয়ারে আজ অক্ষত আছে,
অক্ষত আছে তোমার দেওয়া ফটোটি,
আমি কথা রেখেছি,তুমি পারোনি!
আমি কথা দিয়েছিলাম তোমায়,
শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব তোমারই,
আমি তোমায় ছেড়ে যাইনি,
তুমিই আজ অন্যের ঘরনি,
আমি কথা রেখেছি,তুমি পারোনি!!
__________________
লেখা-২৫ ফেব্রুয়ারী,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৬/০২/২০১৮যত্নবান প্রেমিক।
-
শামিম ইশতিয়াক ২৫/০২/২০১৮চমৎকার
-
মোঃআরাফাত হোসাইন ২৫/০২/২০১৮অপেক্ষা করা ভালো