www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যমদূত

যমদূত এসে গ্রাস করল,
হ্যাঁ,নিমিষেই গ্রাস করল!
দুই পাটি দাঁতের ফাঁকে ফেলে,
চিবিয়ে চিবিয়ে হজম করল!
তার কোন মায়া মহব্বত হলনা!
ধরল মুখে পুড়ল আর হজম করল।
কোনকিছুই ভাবলনা,
মুহুর্তের মধ্যে সবকিছু গিলল।
এক গ্রাসে ভষ্মীভুত করল,
তবেই সে ছাড়ল!
সবাই অসহায়ের মত শুধু দেখল,
তার কিছুই করতে না পারল।
যমদূত এসে সবকিছু গিলল,
ক্ষুতার্ত হায়েনার রূপে চিবিয়ে চিবিয়ে খেল!!
________________________
২২ ফেব্রুয়ারী,২০১৮ তারিখ সন্ধ্যায় আমার ছাত্রাবাসে বৈদ্যতিক সর্ট সার্কিট হয়ে আগুন লেগে পুরো মেসে পুড়ে ছাই হয়ে যায়।
পঞ্চাশজন ছাত্রের গুরুত্বপূর্ণ কাগজসহ সবকিছুই ভষ্মীভুত হয়ে যায়।
সেই প্রসঙ্গে লেখা এই কবিতাটি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast