ভালবাসার বিভ্রাট
মজনু পাগল লাইলীর তরে,
লাইলীর চাই ফরহাদ।
কে কাকে চায় বুঝিনা আমি!
ভালবাসায় বিভ্রাট।
ফরহাদ আবার শিরির প্রেমে,
মজে থাকে দিনরাত,
শিরি বলে আমার কাছে,
তোর বেইল নাই ফরহাদ।
আমি শিরি মরতে পারি,
নায়ক আমার নওশাদ,
কে কাকে চায় বুঝিনা আমি!
ভালবাসায় বিভ্রাট।
নওশাদ কাঁদে পরীর লাগি,
জীবন তাহার ধরবে বাজি।
পরী বলে,মজনু ছাড়া-
জীবন আমার বরবাদ।
কে কাকে চায় বুঝিনা আমি!
ভালবাসায় বিভ্রাট।।
লাইলীর চাই ফরহাদ।
কে কাকে চায় বুঝিনা আমি!
ভালবাসায় বিভ্রাট।
ফরহাদ আবার শিরির প্রেমে,
মজে থাকে দিনরাত,
শিরি বলে আমার কাছে,
তোর বেইল নাই ফরহাদ।
আমি শিরি মরতে পারি,
নায়ক আমার নওশাদ,
কে কাকে চায় বুঝিনা আমি!
ভালবাসায় বিভ্রাট।
নওশাদ কাঁদে পরীর লাগি,
জীবন তাহার ধরবে বাজি।
পরী বলে,মজনু ছাড়া-
জীবন আমার বরবাদ।
কে কাকে চায় বুঝিনা আমি!
ভালবাসায় বিভ্রাট।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ২৪/০২/২০১৮Thanks a lot
-
আমি-তারেক ২৩/০২/২০১৮sundor likhchen...
-
পি পি আলী আকবর ২০/০২/২০১৮ভাল
-
কামরুজ্জামান সাদ ২০/০২/২০১৮ভাল লিখেছেন
-
Rabia Onti ১৯/০২/২০১৮খুব সুন্দর
-
Shafi md Omar Faruq ১৯/০২/২০১৮ভাল