ভাষা দিবসের দাবি
একুশে ফেব্রুয়ারী ভাষা দিবস,
সবাই যাব শহীদ মিনারে,
ভাষা শহীদদের স্মরণ করব,
হৃদয়ে গভীর শ্রদ্ধা ভরে।
দোয়া করব দুহাত তুলে,
ভাষা শহীদের মুক্তির তরে।
আমরা সবাই আসব ফিরে,
দেশপ্রেমের প্রতিজ্ঞা করে।
শিক্ষা নিব আমরা সবাই,
ভাষা শহীদদের অবদান পড়ে।
চলব মোরা, চলব সবাই-
তাদের দেখানো পথ ধরে।
দেশ গড়ার শপথ নিব,
কোনক্রমেই আসবনা সরে।
রক্ত লাগলে দিব মোরা,
যদি যেতে হয়,যাব মরে।
____________________
লেখা-১৬ ফেব্রুয়ারী,২০১৮
____________________
সবাই যাব শহীদ মিনারে,
ভাষা শহীদদের স্মরণ করব,
হৃদয়ে গভীর শ্রদ্ধা ভরে।
দোয়া করব দুহাত তুলে,
ভাষা শহীদের মুক্তির তরে।
আমরা সবাই আসব ফিরে,
দেশপ্রেমের প্রতিজ্ঞা করে।
শিক্ষা নিব আমরা সবাই,
ভাষা শহীদদের অবদান পড়ে।
চলব মোরা, চলব সবাই-
তাদের দেখানো পথ ধরে।
দেশ গড়ার শপথ নিব,
কোনক্রমেই আসবনা সরে।
রক্ত লাগলে দিব মোরা,
যদি যেতে হয়,যাব মরে।
____________________
লেখা-১৬ ফেব্রুয়ারী,২০১৮
____________________
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/০২/২০১৮সুন্দর লিখেছেন..
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০২/২০১৮ভালো।
-
মোঃ মুসা খান ১৬/০২/২০১৮বাহ! ভালো লেগেছে!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৬/০২/২০১৮সুন্দর অনুভূতি