অবক্ষয়ের খেলা
পার্কের কোণে,চিপায়-চাপায়
চলছে নতুন খেলা,
ফুটবল নয়,ভলিবল নয়
নাম তার প্রেমলীলা।
লাজ-লজ্জার মাথা খেয়ে,
ধরেছে তারা গলা,
পাশ্চাত্যের ছোঁয়া লেগেছে
এ কোন্ নতুন জ্বালা!
কে কাকে কি করছেরে ভাই!
যায়না মুখে বলা।
দিনে দিনে কঠিন হচ্ছে,
ভদ্রলোকের চলা।
কখনও কি বন্ধ হবে,
নৈতিকার বরফ গলা?
নাকি বাড়তেই থাকবে,
এই অবক্ষয়ের খেলা?
_______________
★★লেখা-৩০ নভেম্বর,২০১৭
চলছে নতুন খেলা,
ফুটবল নয়,ভলিবল নয়
নাম তার প্রেমলীলা।
লাজ-লজ্জার মাথা খেয়ে,
ধরেছে তারা গলা,
পাশ্চাত্যের ছোঁয়া লেগেছে
এ কোন্ নতুন জ্বালা!
কে কাকে কি করছেরে ভাই!
যায়না মুখে বলা।
দিনে দিনে কঠিন হচ্ছে,
ভদ্রলোকের চলা।
কখনও কি বন্ধ হবে,
নৈতিকার বরফ গলা?
নাকি বাড়তেই থাকবে,
এই অবক্ষয়ের খেলা?
_______________
★★লেখা-৩০ নভেম্বর,২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/০২/২০১৮বাস্তবতার উপস্থাপন । বেশ ভাল লাগলো । আরো লিখুন সবসময়...
-
মধু মঙ্গল সিনহা ১৪/০২/২০১৮"অবক্ষয়ের খেলা"-এই সুন্দর কবিতা লিখার জন্য ধন্যবাদ..