এসেছে বসন্ত
কি দারুণ মোহনীয় বিকেল!
পুষ্প মেলা বসিয়েছে বুদ্ধনারিকেল।
মন আমার,নেচে ওঠে আনন্দে-
সুবাসিত মহুয়ার গন্ধে।
এ যেন এক অপরূপ স্বপ্নপুরী,
চারিদিকে বিস্তৃত হিমঝুরি।
পাগল করেছে আজ,রুদ্রপলাশ!
শিমূল-কুসুমের পুষ্পবিলাস।
বাহারী সাজে সজ্জিত মনিমালা,
অপরূপা রক্তকাঞ্চন-ক্যামেলিয়া।
সুবাস বিকাচ্ছে শাল-নাগেশ্বর,
তাতে ইর্ষান্বিত জ্যারাকান্ডা-গামার।
ফুলে ফুলে সেজেছে ইউকেলিপ্টাস,
আজি এসেছে,এসেছে বসন্ত ঋতুরাজ।।
____________________
♣ লেখা-১৩ ফেব্রুয়ারী,২০১৮
পুষ্প মেলা বসিয়েছে বুদ্ধনারিকেল।
মন আমার,নেচে ওঠে আনন্দে-
সুবাসিত মহুয়ার গন্ধে।
এ যেন এক অপরূপ স্বপ্নপুরী,
চারিদিকে বিস্তৃত হিমঝুরি।
পাগল করেছে আজ,রুদ্রপলাশ!
শিমূল-কুসুমের পুষ্পবিলাস।
বাহারী সাজে সজ্জিত মনিমালা,
অপরূপা রক্তকাঞ্চন-ক্যামেলিয়া।
সুবাস বিকাচ্ছে শাল-নাগেশ্বর,
তাতে ইর্ষান্বিত জ্যারাকান্ডা-গামার।
ফুলে ফুলে সেজেছে ইউকেলিপ্টাস,
আজি এসেছে,এসেছে বসন্ত ঋতুরাজ।।
____________________
♣ লেখা-১৩ ফেব্রুয়ারী,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৩/০২/২০১৮"এসেছে বসন্ত"-সুন্দর কবিতা লিখার জন্য ধন্যবাদ।