হুঙ্কার
হুঙ্কার (বিদ্রোহী)
____রেজাউল রেজা____
.....................................
ওরা মানুষরূপী জানোয়ার,
ওরা আলোর মাঝে অন্ধকার,
ওরা কুলাঙ্গার,
ওরা ভয়ঙ্কর।
ওরা জাতির জন্য কালা জ্বর,
ওরা বুঝেনা আপন-পর,
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।
ওরা শত্রু দেশ-জনতার,
ওরা শত্রু মানব-মানবতার,
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।
ধররে তোরা ধররে ধর,
ভেঙ্গে দে ওদের কালো কর্
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।
করে দে ওদের চুরমার,
দিসনা ওদের কোন ছাড়,
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।
ছাড়রে তোরা হুঙ্কার,
কররে কর তোলপার,
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।।
__________________
লেখা-১১ ফেব্রুয়ারী,২০১৮
____রেজাউল রেজা____
.....................................
ওরা মানুষরূপী জানোয়ার,
ওরা আলোর মাঝে অন্ধকার,
ওরা কুলাঙ্গার,
ওরা ভয়ঙ্কর।
ওরা জাতির জন্য কালা জ্বর,
ওরা বুঝেনা আপন-পর,
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।
ওরা শত্রু দেশ-জনতার,
ওরা শত্রু মানব-মানবতার,
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।
ধররে তোরা ধররে ধর,
ভেঙ্গে দে ওদের কালো কর্
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।
করে দে ওদের চুরমার,
দিসনা ওদের কোন ছাড়,
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।
ছাড়রে তোরা হুঙ্কার,
কররে কর তোলপার,
ওরা ভয়ঙ্কর,
ওরা কুলাঙ্গার।।
__________________
লেখা-১১ ফেব্রুয়ারী,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১২/০২/২০১৮সুন্দর কবিতা..
-
ইবনে মিজান ১১/০২/২০১৮ভালো
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/০২/২০১৮বিদ্রোহ জেগে থাকুক