বিজয় দিবসের ছড়া
মহান বিজয় দিবস
১৬ই ডিসেম্বর।
রক্তের দামে কেনা,
এই হই হুল্লোর।
বীর সেনারা জীবন দিয়েছে,
হয়েছে যাযাবর।
জীবনের মায়া করেনি তারা,
পিছিয়ে যায়নি একবার।
খান সেনাদের হটিয়ে দিয়েছে,
করেছে উচিত বিচার,
তার বিনিময়ে এসেছে বিজয়,
জয় হয়েছে বাংলার।
মহান বিজয় দিবস,
১৬ই ডিসেম্বর।।
______________
১৬ ডিসেম্বর,২০১৭
১৬ই ডিসেম্বর।
রক্তের দামে কেনা,
এই হই হুল্লোর।
বীর সেনারা জীবন দিয়েছে,
হয়েছে যাযাবর।
জীবনের মায়া করেনি তারা,
পিছিয়ে যায়নি একবার।
খান সেনাদের হটিয়ে দিয়েছে,
করেছে উচিত বিচার,
তার বিনিময়ে এসেছে বিজয়,
জয় হয়েছে বাংলার।
মহান বিজয় দিবস,
১৬ই ডিসেম্বর।।
______________
১৬ ডিসেম্বর,২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৩/০২/২০১৮ওহ্ এই সুন্দর কবিতা লিখার জন্য ধন্যবাদ ...
-
গালিব আফসারী ১১/০২/২০১৮বিজয়ের কবিতা, ভালো লাগলো।