www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাস্তবতা

বিপদে পড়লে,মানুষ চেনা যায়-
কেউ থাকেনা পাশে,
আকুতি-মিনুতি দেখেও তারা,
না,এগিয়ে আসে।
বিপদ দেখে,কেউ কেউ আবার-
খিলখিলিয়ে হাসে।
মই নিয়ে কেউ যায় পালিয়ে,
তুলে দিয়ে বড় গাছে।
কেউবা আবার,মহা খুশি হয়-
অন্যের জীবন নাশে।
বিপদে পড়ার সুযোগ নিয়ে কেউ,
পরিণত করে দাসে,
কেউবা আবার,হাদারাম বলে-
ঝারি মারে আর শাসে,
ব্যাঙেও তখন লাথি মারে,
রক্ত চোষে ডাশে।
শ্রান্ত-ক্লান্ত বেচারা তখন,
দুঃখের সাগরে ভাসে।।
_____________________
লেখা-১০ ফেব্রুয়ারী,২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চিত্রায়ণ চমৎকার !!!
  • সাঁঝের তারা ১০/০২/২০১৮
    অপূর্ব
  • আলমগীর কাইজার ১০/০২/২০১৮
    বাস্তবিক একটা কবিতা
 
Quantcast