শীত ও পথশিশু
ওদের কত কষ্টরে ভাই,
ওরা থাকে খালি গায়,
নতুন কিংবা পুরাতন,
জুতা নেই তাদের পায়।
জ্যাকেট-সোয়টার,শীতের টুপি,
মাফলার তারা কোথায় পায়?
কুড়ি টাকা দিয়ে জাম্পার কেনার,
ওদের নেইযে,কোন উপায়।
দু-মুঠো ভাত জোটেনা ওদের,
ওদের শীতে কি আসে যায়!!
ওরা পথের শিশু,ওরা গরীব,
এভাবেই ওদের, দিন কেটে যায়।
------
♦লেখা-০৪ জানুয়ারী,২০১৮
ওরা থাকে খালি গায়,
নতুন কিংবা পুরাতন,
জুতা নেই তাদের পায়।
জ্যাকেট-সোয়টার,শীতের টুপি,
মাফলার তারা কোথায় পায়?
কুড়ি টাকা দিয়ে জাম্পার কেনার,
ওদের নেইযে,কোন উপায়।
দু-মুঠো ভাত জোটেনা ওদের,
ওদের শীতে কি আসে যায়!!
ওরা পথের শিশু,ওরা গরীব,
এভাবেই ওদের, দিন কেটে যায়।
------
♦লেখা-০৪ জানুয়ারী,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১০/০২/২০১৮মর্মস্পর্শী
-
মোঃ মুসা খান ১০/০২/২০১৮শুভেচ্ছা থাকল
-
মধু মঙ্গল সিনহা ১০/০২/২০১৮সুন্দর চিন্তা,বেশ ভালো লাগলো...
-
আলমগীর কাইজার ১০/০২/২০১৮সুন্দর চিন্তা
-
একনিষ্ঠ অনুগত ১০/০২/২০১৮চাই একটু সহানুভূতি।