ভুতুরে স্বপ্ন
ভুতুড়ে স্বপ্ন
----রেজাউল রেজা
__________________
ঠক্ ঠক্ করে রে-
দরজার পরে রে,
কেউ নেই দেখিরে-
বউ নেই সেকি রে.!
ঘুটঘুটে আঁধারে-
এ কেমন ধাঁধাঁ রে!
দেখি মোম জ্বালিয়ে,
ওটা কি সাদা রে!
কে যেন বলে রে-
ধরতো শালারে,
দুইটারে যোগ কর্
দুপুরের খাবারে।
ওরে ওরে বাবা রে!
এ কেমন থাবা রে?
ছুটে এসে ভোঁ-দোড়ে,
বাঁচা গেল বাবা রে!
কে যেন চড়ে রে-
চালের উপরে রে,
ঘর নিয়ে উড়ে রে-
টুটি মোর ধরে রে।
চোখ খুলে দেখিরে,
সব-ই ঠিক আছে রে,
তবে কি সেটা রে,
স্বপ্ন ছিল রে!!
__________
লেখা-০৯ ফেব্রয়ারী,২০১৮
----রেজাউল রেজা
__________________
ঠক্ ঠক্ করে রে-
দরজার পরে রে,
কেউ নেই দেখিরে-
বউ নেই সেকি রে.!
ঘুটঘুটে আঁধারে-
এ কেমন ধাঁধাঁ রে!
দেখি মোম জ্বালিয়ে,
ওটা কি সাদা রে!
কে যেন বলে রে-
ধরতো শালারে,
দুইটারে যোগ কর্
দুপুরের খাবারে।
ওরে ওরে বাবা রে!
এ কেমন থাবা রে?
ছুটে এসে ভোঁ-দোড়ে,
বাঁচা গেল বাবা রে!
কে যেন চড়ে রে-
চালের উপরে রে,
ঘর নিয়ে উড়ে রে-
টুটি মোর ধরে রে।
চোখ খুলে দেখিরে,
সব-ই ঠিক আছে রে,
তবে কি সেটা রে,
স্বপ্ন ছিল রে!!
__________
লেখা-০৯ ফেব্রয়ারী,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১০/০২/২০১৮মজার
-
মো : আবুল হোসেন ১০/০২/২০১৮মজাদার
-
একনিষ্ঠ অনুগত ১০/০২/২০১৮বাহ, বেশ মজাদার, ছান্দিক।