ভুল
ভুল করে ভুল করেছি,
করেছি মহা ভুল,
ভুলের সাথে গুণ করে ভুল,
বড় করেছি ভুল।
ভাগ করে ছোট করতে গিয়ে,
তাতেও করেছি ভুল।
ভুল দিয়েই ভাঙাব ভুল,
করবনা আর ভুল,
ভুল করবনা এই চিন্তায়,
আবার হয়ে যায় ভুল।
ভুলের মাঝেই বেড়ে ওঠা,
আপন আমার ভুল,
ভুলের সাথে সখ্য আমার,
তাইতো করি ভুল।।
______________________
লেখা-০৮ ফেব্রুয়ারী,২০১৮
করেছি মহা ভুল,
ভুলের সাথে গুণ করে ভুল,
বড় করেছি ভুল।
ভাগ করে ছোট করতে গিয়ে,
তাতেও করেছি ভুল।
ভুল দিয়েই ভাঙাব ভুল,
করবনা আর ভুল,
ভুল করবনা এই চিন্তায়,
আবার হয়ে যায় ভুল।
ভুলের মাঝেই বেড়ে ওঠা,
আপন আমার ভুল,
ভুলের সাথে সখ্য আমার,
তাইতো করি ভুল।।
______________________
লেখা-০৮ ফেব্রুয়ারী,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ০৮/০৭/২০১৮
-
রাশেদ খাঁন ০৯/০২/২০১৮ভালো লাগলো।
বেশ ভালো লাগলো...
ভুল হয় ভুলে।
ভুলে যাই ভুল,
করি তাই ভুল।
ভুলের উপর ভুল,
ভুল শুধরায় ভুল।