কষ্টের সহোদর
কষ্টদের সাথে আমার সখ্য,
ওরা নিয়েছে আমার পক্ষ,
আমি কষ্টের ফেরীওয়ালা।
কষ্টেরা আমার হয়েছে আপনজন,
দিয়েছে আমায় দেহ,মন-প্রাণ,
আমি কষ্টের ভাসাই ভেলা।
কষ্টেরা নিয়েছে বুকে আমায়,
ঢেকে দিয়েছে তাদের জামায়,
আমি কষ্টের সাথে করি খেলা।
কষ্টেরা হয়েছে আমার সহোদর,
কখনও আমায় করেনাতো পর,
আমার কষ্টেতে ডুবে বেলা।
কষ্টেরা আমায় নিয়েছে বুকে টেনে,
রেখেছে আমায় খুব যতনে,
এই বুকেতে জমে উঠেছে,কষ্টের বড় মেলা।
ওরা আমায় ছেড়ে যাবেনা কখনও,
যখন আমার মরণ আসবে তখনও,
আমি কষ্টের ফেরীওয়ালা।।
________________
লেখা-০৭ ফেব্রুয়ারী,২০১৮
ওরা নিয়েছে আমার পক্ষ,
আমি কষ্টের ফেরীওয়ালা।
কষ্টেরা আমার হয়েছে আপনজন,
দিয়েছে আমায় দেহ,মন-প্রাণ,
আমি কষ্টের ভাসাই ভেলা।
কষ্টেরা নিয়েছে বুকে আমায়,
ঢেকে দিয়েছে তাদের জামায়,
আমি কষ্টের সাথে করি খেলা।
কষ্টেরা হয়েছে আমার সহোদর,
কখনও আমায় করেনাতো পর,
আমার কষ্টেতে ডুবে বেলা।
কষ্টেরা আমায় নিয়েছে বুকে টেনে,
রেখেছে আমায় খুব যতনে,
এই বুকেতে জমে উঠেছে,কষ্টের বড় মেলা।
ওরা আমায় ছেড়ে যাবেনা কখনও,
যখন আমার মরণ আসবে তখনও,
আমি কষ্টের ফেরীওয়ালা।।
________________
লেখা-০৭ ফেব্রুয়ারী,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৯/০২/২০১৮বেশ।
-
কাজী জুবেরী মোস্তাক ০৮/০২/২০১৮বাহ