পরিণতি
ছেলেটা এখন অনার্স পড়ে,
নাম তার মনসাই,
বাপের কাছে গোঁ ধরেছে,
বাইক আমার চাই।
বাবা বলে, আমি গরীব
টাকা কোথায় পাই?
তোরে খুশি করার মত,
টাকা যে মোর নাই।
ছেলে তবু কিছু বোঝেনা,
বাইক তাহার চাই।
ইয়ং বয়সে সাইকেল চালানোর,
রুচি যে আর নাই।
ছেলের কথা না রাখিবার-
উপায় বাবার নাই,
ফসলের জমি বেঁচিয়া বাবা,
বাইক কিনিল তাই।
ছেলে এখন আকাশে ওড়ে
মাটিতে পা নাই,
কখন কোথায় যাচ্ছে চলে,
তাহার হিসাব নাই।
পহেলা বৈশাখের দিনে,
খবর এলো ভাই,
রহিম মিয়া তোমার ছেলে,
বেঁচে যে আর নাই।
অল্প বয়সে বাইক পাইয়া,
মরিল মনসাই।।
_______________
লেখা-২১ নভেম্বর,২০১৭
নাম তার মনসাই,
বাপের কাছে গোঁ ধরেছে,
বাইক আমার চাই।
বাবা বলে, আমি গরীব
টাকা কোথায় পাই?
তোরে খুশি করার মত,
টাকা যে মোর নাই।
ছেলে তবু কিছু বোঝেনা,
বাইক তাহার চাই।
ইয়ং বয়সে সাইকেল চালানোর,
রুচি যে আর নাই।
ছেলের কথা না রাখিবার-
উপায় বাবার নাই,
ফসলের জমি বেঁচিয়া বাবা,
বাইক কিনিল তাই।
ছেলে এখন আকাশে ওড়ে
মাটিতে পা নাই,
কখন কোথায় যাচ্ছে চলে,
তাহার হিসাব নাই।
পহেলা বৈশাখের দিনে,
খবর এলো ভাই,
রহিম মিয়া তোমার ছেলে,
বেঁচে যে আর নাই।
অল্প বয়সে বাইক পাইয়া,
মরিল মনসাই।।
_______________
লেখা-২১ নভেম্বর,২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০৮/০২/২০১৮ভালো লাগলো
-
আলম সারওয়ার ০৮/০২/২০১৮আ
-
মো : আবুল হোসেন ০৭/০২/২০১৮বাস্তবতার নিরিখে লেখা।
-
মোঃ ফাহাদ আলী ০৭/০২/২০১৮শব্দ চয়নে গুরু গম্ভীর ভাব থাকলে আরো ভালো হত। ধন্যবাদ প্রিয় কবি।
-
গোলাম মুস্তাফা ০৭/০২/২০১৮খুব সুন্দর
-
রা-ফা ০৭/০২/২০১৮ভাল লাগলো