www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গরীবের সুখ

একটা অসাড় হাসি দিলুম!
বন্ধু আমার বলে কিনা,ফল-ফ্রুট কিনে খেতে,
ফল-ফ্রুট খাব কি,দুঠো ভাতই তো পড়েনা পেটে।

একটা অসাড় হাসি দিলুম!
যাহা পাই তাহা খাই চেটে পুটে,
দিনশেষে যাহা জোটে।

একটা অসাড় হাসি দিলুম!
সারাদিন বসে থাকি মোর ভাঙা বোটে,
চেয়ে থাকি কে যাবে গঞ্জের হাটে।

একটা অসাড় হাসি দিলুম!
সবার কপালে কি আর ফল-ফ্রুুট জোটে!
দিনশেষে যে,আয় মোর একশ টাকা মোটে।

একটা অসাড় হাসি দিলুম!
হ্যাঁ,আমি কায়িক দুর্বল বটে-
গরীবের দুর্বলতা কাটিবেনা ফল-ফ্রুটে।

একটা অসাড় হাসি দিলুম!
বন্ধু আমার বলে কিনা,ফল-ফ্রুট কিনে খেতে,
সবার কপালে কি আর ফল-ফ্রুট জোটে!
গরীবের সুখ শুটকি ভর্তা,ডাল-ভাতে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Abheek ০৬/০২/২০১৮
    • Ata ki vai.?
      • Abheek ০৭/০২/২০১৮
        দুঃখিত প্রিয় কবি !আমার এক বন্ধুকে HTML codes শিখাছিলাম,ভুল করে আপনার পেজে করা হয়ে গেছে!
        কবিতা অসাধারণ!ভালো থাকুন!
  • মো : আবুল হোসেন ০৬/০২/২০১৮
    তবুও গরিবেরা সুখী।
 
Quantcast