আহ্বান
ঘুমের চেয়ে নামাজ ভালো,
ওঠরে মুসলমান।
আর কতটা ঘুমাবি তোরা?
ফজরের হলো আযান।
ওঠরে আমার খুকি মনি,
ওঠরে আমার বাজান,
হেয়ালীপনা করিসনা আর,
হয়ে গেল যে আযান।
ঘুমের চেয়ে নামাজ ভালো,
ওঠরে মুসলমান।
ঠিক সময়ে পড়লে নামাজ,
খুশি হবে মহাজন।
ওঠরে তোরা ওঠরে সবাই,
মিনারে ভাসে আযান।
অলসতা করিসনা আর,
ধোকা দেবে শয়তান,
ঘুমের চেয়ে নামাজ ভালো,
ওঠরে মুসলমান।।
_____________________
লেখা-২৫ জানুয়ারী,২০১৮
পত্রিকায় প্রথম প্রকাশ-২৮ জানুয়ারী,২০১৮( দৈনিক যুগের আলো)
ওঠরে মুসলমান।
আর কতটা ঘুমাবি তোরা?
ফজরের হলো আযান।
ওঠরে আমার খুকি মনি,
ওঠরে আমার বাজান,
হেয়ালীপনা করিসনা আর,
হয়ে গেল যে আযান।
ঘুমের চেয়ে নামাজ ভালো,
ওঠরে মুসলমান।
ঠিক সময়ে পড়লে নামাজ,
খুশি হবে মহাজন।
ওঠরে তোরা ওঠরে সবাই,
মিনারে ভাসে আযান।
অলসতা করিসনা আর,
ধোকা দেবে শয়তান,
ঘুমের চেয়ে নামাজ ভালো,
ওঠরে মুসলমান।।
_____________________
লেখা-২৫ জানুয়ারী,২০১৮
পত্রিকায় প্রথম প্রকাশ-২৮ জানুয়ারী,২০১৮( দৈনিক যুগের আলো)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রা-ফা ০৮/০২/২০১৮চমৎকার
-
আলম সারওয়ার ০৭/০২/২০১৮চমত্কার একটা কবিতা কবিকে শুভেচ্ছা রহিল
-
কামরুজ্জামান সাদ ০৭/০২/২০১৮খুবই ভাল আহ্বান।