বিপর্যস্ত দেশমাতৃকা
সন্ত্রাসীদের জয়জয়কার,
অবাধ চলছে যৌনাচার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
মদ,জুয়া আর অবিচার,
নীরবে চলছে ব্যবসা গাজার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
ঘুষে সয়লাব চাকরীর বাজার,
টেন্ডারবাজি চলছে হাজার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
ধর্ষকের হয়না বিচার,
নীরিহ মানুষ যায় কারাগার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
দুর্নীতি আর কদাচার,
নিত্য দিনের কারবার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
দ্রব্য মূল্যের ঊর্ধ বাজার,
গরীবের ঘরে হাহাকার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
ক্ষমতা যার সবকিছু তার,
সাহস নাই কারো বিরোধিতার,
কি ফল পেলাম স্বাধীনতার?
অবাধ চলছে যৌনাচার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
মদ,জুয়া আর অবিচার,
নীরবে চলছে ব্যবসা গাজার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
ঘুষে সয়লাব চাকরীর বাজার,
টেন্ডারবাজি চলছে হাজার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
ধর্ষকের হয়না বিচার,
নীরিহ মানুষ যায় কারাগার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
দুর্নীতি আর কদাচার,
নিত্য দিনের কারবার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
দ্রব্য মূল্যের ঊর্ধ বাজার,
গরীবের ঘরে হাহাকার,
কোথায় যাচ্ছে দেশ আমার?
ক্ষমতা যার সবকিছু তার,
সাহস নাই কারো বিরোধিতার,
কি ফল পেলাম স্বাধীনতার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো : আবুল হোসেন ০৬/০২/২০১৮তবুও আমরা স্বাধীন। ধন্যবাদ কবি।
-
রা-ফা ০৬/০২/২০১৮অসাধারন
-
RIR ০৬/০২/২০১৮ধন্যবাদ
-
মোঃ ফাহাদ আলী ০৬/০২/২০১৮বেশ লিখেছেন কবি।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/০২/২০১৮অনবদ্য কবি
-
কামরুজ্জামান সাদ ০৬/০২/২০১৮অনবদ্য লিখেছেন