একজন ক্ষমতাধর (ব্যাঙ্গ)
বাবু চলে হরহর,
লোকে করে থরথর।
বুকে ধরে ধরফর,
নাহি করে নড়চড়।
বাবুর গতি খরতর,
পাতা করে মড়মড়।
বাবুর দৃষ্টি করকর,
সবাই ভয়ে জরজর।
বাবু বকে গড়গড়,
কারো নেইকো নড়চড়।
জাতি করে ডরডর,
গায়ে ধরে সড়সড়।
বাবুর বুদ্ধি খরধার,
লোকে ঠকে পরপর।
বাবু মারতে সড়গড়,
বাবুর ক্ষমতা ভরভর।।
________________
♦♦লেখা-০৫ ফেব্রুয়ারী,২০১৮
♥♥পত্রিকায় প্রকাশ-১২ ফেব্রয়ারী,২০১৮ (দৈনিক যুগের আলো,রংপুর)
লোকে করে থরথর।
বুকে ধরে ধরফর,
নাহি করে নড়চড়।
বাবুর গতি খরতর,
পাতা করে মড়মড়।
বাবুর দৃষ্টি করকর,
সবাই ভয়ে জরজর।
বাবু বকে গড়গড়,
কারো নেইকো নড়চড়।
জাতি করে ডরডর,
গায়ে ধরে সড়সড়।
বাবুর বুদ্ধি খরধার,
লোকে ঠকে পরপর।
বাবু মারতে সড়গড়,
বাবুর ক্ষমতা ভরভর।।
________________
♦♦লেখা-০৫ ফেব্রুয়ারী,২০১৮
♥♥পত্রিকায় প্রকাশ-১২ ফেব্রয়ারী,২০১৮ (দৈনিক যুগের আলো,রংপুর)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৫/০২/২০১৮ভালো লাগিলো