ঘুষে কেনা বাঁশ
খুব সকালে উঠিয়া দেখি,
শিশির ভেজা ঘাস।
মটকু মামা দৌড় মারছে,
এপাশ আর ওপাশ।
ভূড়ি তাহার ইয়া বড়,
মনে হয়,নয় মাস
ঘুষের টাকায় খাইছে ব্যাটা,
পোলাও,কোর্মা,পাশ (পায়েশ)।
আরো খাইছে গরু,খাসি
মুরগী রাজহাঁস।
খাইতে খাইতে, খাইছে ব্যাটা,
মোটা বরাক বাঁশ।
ভূড়ির জ্বালায় ঘুম হয়না,
করে ফাঁকাস ফাঁকাস।
এ যে,ঘুষে কেনা বাঁশ।।
__________________
পত্রিকায় প্রথম প্রকাশ-০৫ ফেব্রুয়ারী,২০১৮(দৈনিক যুগের আলো)
শিশির ভেজা ঘাস।
মটকু মামা দৌড় মারছে,
এপাশ আর ওপাশ।
ভূড়ি তাহার ইয়া বড়,
মনে হয়,নয় মাস
ঘুষের টাকায় খাইছে ব্যাটা,
পোলাও,কোর্মা,পাশ (পায়েশ)।
আরো খাইছে গরু,খাসি
মুরগী রাজহাঁস।
খাইতে খাইতে, খাইছে ব্যাটা,
মোটা বরাক বাঁশ।
ভূড়ির জ্বালায় ঘুম হয়না,
করে ফাঁকাস ফাঁকাস।
এ যে,ঘুষে কেনা বাঁশ।।
__________________
পত্রিকায় প্রথম প্রকাশ-০৫ ফেব্রুয়ারী,২০১৮(দৈনিক যুগের আলো)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৪/০২/২০১৮খুব বাস্তব,ধন্যবাদ আপনাকে প্রিয় কবি।
-
সাঁঝের তারা ০৪/০২/২০১৮খুব বাস্তব