জয়গান
জয়গান
------রেজাউল রেজা
...
ভাষাতো অনেক আছে,
বাংলার মত কি হয়?
বাংলার তরে লড়েছি মোরা,
মানিনি পরাজয়।
রক্ত দিয়েছি,জীবন দিয়েছি
অবশেষে করেছি জয়।
ত্যাগের বিনিময়ে পেয়েছি মোরা,
ছড়িয়েছি বিশ্বময়।
ভাষাতো অনেক আছে,
বাংলার মত কি হয়?
উর্দু ভাষাকে ছুড়ে ফেলেছি,
থাকতে দেইনি বাংলায়,
বিশ্ববাসীকে দেখেয়েছি মোরা,
ভাষা করেছি আদায়।
রক্ত মোদের বিফলে যাবেনা,
বাংলার হবেনা ক্ষয়।।
------রেজাউল রেজা
...
ভাষাতো অনেক আছে,
বাংলার মত কি হয়?
বাংলার তরে লড়েছি মোরা,
মানিনি পরাজয়।
রক্ত দিয়েছি,জীবন দিয়েছি
অবশেষে করেছি জয়।
ত্যাগের বিনিময়ে পেয়েছি মোরা,
ছড়িয়েছি বিশ্বময়।
ভাষাতো অনেক আছে,
বাংলার মত কি হয়?
উর্দু ভাষাকে ছুড়ে ফেলেছি,
থাকতে দেইনি বাংলায়,
বিশ্ববাসীকে দেখেয়েছি মোরা,
ভাষা করেছি আদায়।
রক্ত মোদের বিফলে যাবেনা,
বাংলার হবেনা ক্ষয়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৩/০২/২০১৮ভাষা নিয়ে দারুন
-
Tanju H ০৩/০২/২০১৮অসাধারন
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ০৩/০২/২০১৮মাত্র দুটি পংক্তি পুরো কবিতা টার সৌর্ন্দয্য কে নষ্ট করল
-
আলম সারওয়ার ০২/০২/২০১৮অসাধারণ কবিতা র জন্য শুভেচ্ছা জানবেন প্রিয় কবিকে
-
আব্দুল হক ০২/০২/২০১৮Best
-
সাঁঝের তারা ০২/০২/২০১৮ভালো