নষ্ট নগর
এখানে শ্রমের দামে মিলে অমানবিকতা।
বিষ বৃক্ষের ছায়ায় আশ্রিত মানবতা।
সচেতন সব অপরাধীরা করেছে বধ সততা ,
এখানে বেঁচে থাকা নেই আছে এক মাদকতা।
শত স্বপ্নের অঙ্কুরোদ্গম হয় এই শহরে,
মুহূর্তেই ঝরে যায় মাজরার অত্যাচারে।
এতটুকু প্রেম অবশিষ্ট নেই এই বিনষ্ট নগরে
তুমি আর কত টুকু ভালবাসা দিবে ইট পাথরের কঙ্কালে?
বিষ বৃক্ষের ছায়ায় আশ্রিত মানবতা।
সচেতন সব অপরাধীরা করেছে বধ সততা ,
এখানে বেঁচে থাকা নেই আছে এক মাদকতা।
শত স্বপ্নের অঙ্কুরোদ্গম হয় এই শহরে,
মুহূর্তেই ঝরে যায় মাজরার অত্যাচারে।
এতটুকু প্রেম অবশিষ্ট নেই এই বিনষ্ট নগরে
তুমি আর কত টুকু ভালবাসা দিবে ইট পাথরের কঙ্কালে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল ইসলাম রাব্বি ০১/০৪/২০১৮বাস্তবতা সুন্দর এঁকেছেন। ভালো লাগলো প্রিয়
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৪/২০১৮অতিশয় বাস্তবতা তুলে ধরেছেন।
-
আব্দুল হক ০১/০৪/২০১৮সত্য লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৪/২০১৮তবুও আশাবাদী।