www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম তাশ

এতটা প্রেম কিভাবে সঞ্চয় করেছো প্রেমময়ী ?
আমার হাত ভর্তি সাহেব বিবি তবুও---
তোমার ভালোবাসার রং করেছে পরাজিত।
হরতনের গোলাম যদিও কিছু করেছে
বাকিরা হারিয়েছে তোমার ২,৩এর কাছে

এভাবে কি খেলা যায় প্রেমময়ী?
দুর্বল তাসের ভিড়ে আমি যে ভঙ্গুর ,
তোমার রঙের ক্ষমতা আর কি দেখাবে --?
আমিযে আগেই হার মেনেছি।

সত্যি কথা কি জানো প্রেমময়ী ?
আমার প্রেম দুর্বল নয় ,
আমি হেরে যাবো, হেরে গেছি।
তবুও শেষ দানে খেলা হবে।
মনে এখনো লুকিয়ে রেখেছি ইস্কাপন,
তোমাকে একটু হারাবো বলে। .......
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast