www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কি বলব তারে

চন্দ্র শীতল রাতে, অস্পষ্ট জোছনার সাথে -
ছিলেম অপেক্ষায়, হাতে নিয়ে কিছু প্রেম।
কেউ আসলোনা তা বুঝে নিতে ,
শুধু তার বন্ধ জানালার কপাটে;
কষ্ট পেয়ে ফিরে গেছে আমার কৈশোর ।

শত দুর্বল অঙ্কের হিসেবে কষে আজ সে স্থির ।
পিথাগোরাসের সূত্রেও ব্যাখ্যা হয় ভালবাসার ! জানা ছিলনা।
তবুও সেই গাণিতিক বিশ্লেষণে ভালবাসা আজ স্থবির।
এখনো চন্দ্রের শীতলতা এখনো জোছনা টেনে নেয় বাহির ।
দেয়াল পেরিয়ে, ভবন ছাপিয়ে সেই বারান্দায় যেতে চায়না মন।
খোলা চুলে যদিও তোমায় দেখি , নেই সেই জ্যামিতিক দর্শন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast