শুন্য
শুন্যতার সাথে আমার বসত,
কখনো তাকে করি উপভোগ
কখনো অনুভব
শুন্য হতে এসেছি শুন্যে যাব চলে
বুঝিনা কিছুই তার
ধরা কেন পাটি গনিত শিখে
শুন্যতায় ভাল লাগা, শুন্যতায় মন্ধ
শুন্যতায় কষ্টপাই , শুন্যতায় আনন্দ
শুন্যতায় সৃষ্টি হয় শুন্যতায় ধংস
শুন্যতায় পূর্ণ জীব্ন শুন্যতার অংশ
কখনো তাকে করি উপভোগ
কখনো অনুভব
শুন্য হতে এসেছি শুন্যে যাব চলে
বুঝিনা কিছুই তার
ধরা কেন পাটি গনিত শিখে
শুন্যতায় ভাল লাগা, শুন্যতায় মন্ধ
শুন্যতায় কষ্টপাই , শুন্যতায় আনন্দ
শুন্যতায় সৃষ্টি হয় শুন্যতায় ধংস
শুন্যতায় পূর্ণ জীব্ন শুন্যতার অংশ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০১/১২/২০১৭অনবদ্য চিন্তাযুক্ত লেখা।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/১১/২০১৭দারুণ অনুভব ।
-
সুজয় সরকার ২৯/১১/২০১৭ভালো
-
সন্দীপন পাল ২৮/১১/২০১৭দারুণ