অনু কবিতা ২
কোথাও শুন্যতা নেই , সব কিছু পূর্ণ মনে হয়।
তবুও অভ্যস্ত দুপদ করে বিচরণ ,
মন করে কিসের অন্বেষণ ?
কেন এত অস্বস্তি কিসে তবে আছে স্বস্তি ?
প্রয়োজন হীন - হয়ে যাচ্ছি প্রতিদিন।
তবুও অভ্যস্ত দুপদ করে বিচরণ ,
মন করে কিসের অন্বেষণ ?
কেন এত অস্বস্তি কিসে তবে আছে স্বস্তি ?
প্রয়োজন হীন - হয়ে যাচ্ছি প্রতিদিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৩/১১/২০১৭সুন্দর
-
সোলাইমান ২২/১১/২০১৭অনন্য উপলব্ধির কাব্যিক উপস্থাপনায় মুগ্ধ হলাম।
আন্তরিক শুভেচ্ছা রইল -
মিটন বনিক বাবু ২২/১১/২০১৭দারুন
-
সুজয় সরকার ২২/১১/২০১৭চমৎকার অভিব্যক্তি
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/১১/২০১৭অল্পতে তুষ্টি
তবেই স্বস্তি ।
ভাল অনেক ভাল ।