চন্দ্রাহত
নিঃসঙ্গ সে জেগে আছে ৪ লক্ষ মাইল দূরে,
সদ্য হারানো যৌবন তার আরো গেছে ক্ষয়ে l
দুদিন আগে যে যৌবন ভাসিয়ে দিয়েছে ধরা,
সে রূপের প্লাবন নেই আজ, আলোয় ধরেছে খরা।
এমনি করে হারাবে সে, ক্ষয়ে ক্ষয়ে তিলে তিলে,
নেমে আসবে অন্ধকার, অন্ধকার পৃথিবীর বুকে......l
আমি নির্ঘুম এই নিস্তব্ধ নগরীতে .
আমি কি বিলুপ্ত হচ্ছি একটু একটু করে?
হাসি গানে ভরা আনন্দ স্মৃতিগুলো গেছে হারিয়েl
কেও নেই ভালবাসা নেই, গেছে সবাই মুখ ফিরিয়ে l
চার পাশটা নাই হয়ে যাচ্ছে নিত্য করি অনুভব ,
আমি রঙিন ,আমার শেষ নেই, চিত্ত কলরব...।
হারাবে সে কৃষ্ণপক্ষের অন্ধকার ঢেলে দিয়ে ,
ফিরে আসবে শুক্ল পক্ষে নবযৌবন নিয়ে l
আলোয় হাসবে তার মুখ রূপের বন্যায় ভাসবে পৃথিবী l
ভাঙা গড়ার খেলায় তার ঠিক থাকবে সবই...
আমি ফিরতে চাই তার মত করে একই জীবনে বার বার
আমিও হাসতে চাই ভালবাসা চাই সবার l
পুরনো আমাকে ভাঙতে চাই, আবার চাই গড়তে
নতুন করে হোকনা শুরু সব ভালো করার শর্তে......
সদ্য হারানো যৌবন তার আরো গেছে ক্ষয়ে l
দুদিন আগে যে যৌবন ভাসিয়ে দিয়েছে ধরা,
সে রূপের প্লাবন নেই আজ, আলোয় ধরেছে খরা।
এমনি করে হারাবে সে, ক্ষয়ে ক্ষয়ে তিলে তিলে,
নেমে আসবে অন্ধকার, অন্ধকার পৃথিবীর বুকে......l
আমি নির্ঘুম এই নিস্তব্ধ নগরীতে .
আমি কি বিলুপ্ত হচ্ছি একটু একটু করে?
হাসি গানে ভরা আনন্দ স্মৃতিগুলো গেছে হারিয়েl
কেও নেই ভালবাসা নেই, গেছে সবাই মুখ ফিরিয়ে l
চার পাশটা নাই হয়ে যাচ্ছে নিত্য করি অনুভব ,
আমি রঙিন ,আমার শেষ নেই, চিত্ত কলরব...।
হারাবে সে কৃষ্ণপক্ষের অন্ধকার ঢেলে দিয়ে ,
ফিরে আসবে শুক্ল পক্ষে নবযৌবন নিয়ে l
আলোয় হাসবে তার মুখ রূপের বন্যায় ভাসবে পৃথিবী l
ভাঙা গড়ার খেলায় তার ঠিক থাকবে সবই...
আমি ফিরতে চাই তার মত করে একই জীবনে বার বার
আমিও হাসতে চাই ভালবাসা চাই সবার l
পুরনো আমাকে ভাঙতে চাই, আবার চাই গড়তে
নতুন করে হোকনা শুরু সব ভালো করার শর্তে......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৪/১১/২০১৭ভালো লিখেছেন কবি বন্ধু। শুভেচ্ছা অফুরন্ত প্রিয়
-
কামরুজ্জামান সাদ ১৪/১১/২০১৭সুন্দর