www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপরিব

কোনো সভ্য গল্পের তিক্ত চরিত্রে ঠাই দিতে পারো আমায়,
মিথ্যে মোড় এনে নামিয়ে দিতে পারো নোংরা ধুলোয়;
তবুও আমি জেগে রবো ভালোবেসে তোমার যত নোংরামি।

হয়ত বিদ্ধস্ত দুসর আমার ঠাই হবেনা বসার ঘরে ( ড্রয়িং রুম )
দুমড়ে মুচড়ে যে কাগজ ছুড়ে দিয়েছ ময়লার ঝুড়িতে,
হয়ত আমার অবস্থান দিয়েছ সেখানে।
তবুও আমি রচনা করে যাব প্রেমের কবিতা ;
নিল অক্ষরে সফেদ কাগজে।

ধার করা সূর্যালোকে হয়ত আমার পূর্নিমা আসবেনা -
থামিয়ে দিয়ে প্রবাহ স্তব্দ করে দিবে প্রেমের নদী।
মরুভূমি করে দিতে অগ্নি ঝরবে সৌর বুক হতে ;
তবুও আমার প্রেম তটিনীতে ভালবাসার জোয়ার আনব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast