খুজি দয়ালরে
মনে দিয়া প্রেম ,
দয়াল কোথায় রইলারে
খুঁজিয়া মরি এখন অদৃশ্য তোমারে
দয়াল ছিঁড়িয়া নাড়ি
যাইতে না পারি
একি করলা আমারে
খুঁজিয়া মরি এখন অদৃশ্য তোমারে
উথাল পাথাল মন যে আমার করে আনচান
চাইবো যদি তোমায় আমি কেন দিল পিছু টান ?
দয়াল দেশ বিদেশে পাগলের বেশে
ছুটেছি তোমার টানে
নিজেরই অগোচরে
খুঁজিয়া মরি এখন অদৃশ্য তোমারে
মনে দিয়া প্রেম ,
দয়াল কোথায় রইলারে
দয়াল কোথায় রইলারে
খুঁজিয়া মরি এখন অদৃশ্য তোমারে
দয়াল ছিঁড়িয়া নাড়ি
যাইতে না পারি
একি করলা আমারে
খুঁজিয়া মরি এখন অদৃশ্য তোমারে
উথাল পাথাল মন যে আমার করে আনচান
চাইবো যদি তোমায় আমি কেন দিল পিছু টান ?
দয়াল দেশ বিদেশে পাগলের বেশে
ছুটেছি তোমার টানে
নিজেরই অগোচরে
খুঁজিয়া মরি এখন অদৃশ্য তোমারে
মনে দিয়া প্রেম ,
দয়াল কোথায় রইলারে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১০/১১/২০১৭সত্য কথা লিখেছেন।
-
সোলাইমান ১০/১১/২০১৭চমৎকার কবিবর।
-
সাঁঝের তারা ০৯/১১/২০১৭বেশ ভাল ...