ভাব্নার শেষ
সহস্র রজনী পার হয়েছে ,
রহস্যের ছায়া নিয়ে একে একে ;
কেটেছে বিনিদ্র সকালের অপেক্ষায়।
রহস্য ভাঙেনি কেবলি দিনের শেষ হয়েছে ,
সন্ধ্যা পেরিয়ে এসেছে ধুয়াশা রাত্রি ;
মিথ্যে সাহসের আড়ালে লুকিয়ে সত্য ভয়।
আবারো জেগে থাকা আবারো অপেক্ষা ,
এরপর একদিন গন্তব্যহীন হয়ে ;
নিরুদ্দেশ পথ যাত্রা।
রহস্যের ছায়া নিয়ে একে একে ;
কেটেছে বিনিদ্র সকালের অপেক্ষায়।
রহস্য ভাঙেনি কেবলি দিনের শেষ হয়েছে ,
সন্ধ্যা পেরিয়ে এসেছে ধুয়াশা রাত্রি ;
মিথ্যে সাহসের আড়ালে লুকিয়ে সত্য ভয়।
আবারো জেগে থাকা আবারো অপেক্ষা ,
এরপর একদিন গন্তব্যহীন হয়ে ;
নিরুদ্দেশ পথ যাত্রা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১০/১১/২০১৭ভালো।
-
টি এম আমান উল্লাহ ০৯/১১/২০১৭sundor
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/১১/২০১৭অ ন ব দ্য।
-
সোলাইমান ০৯/১১/২০১৭নতুন আঙ্গিকে এক অসাধারণ লেখনীতে উচ্ছ্বসিত ও মুগ্ধ ! পাঠে বিহবল।অতীব সুন্দর। অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
-
মোঃ মুসা খান ০৮/১১/২০১৭বাস্তব বাস্তবতার চিত্র
নতুন যাত্রা পথের শুভকামনা