জন্ম থেকেই মৃত্যুর শুরু
প্রতিটি জন্মই একটি মৃত্যুর জন্যে হয় ,
তবুও জন্ম কে নয় মৃত্যুকে ভয়।
মৃত্যু কে কেন এতো ভয়? কিসের ভয় ?
পেলে পুষে যাকে বড় করছো শরীরময়।
অবিরাম মৃত্যুর নগ্ন নৃত্য চলছে,
প্রতিটি মুহূর্ত সে ছিনিয়ে নিচ্ছে।
মৃত্যুর আগমনী বার্তা প্রতিটি প্রসব,
তবুও থামবেনা জন্মের উৎসব।
অবিরাম জন্ম নিবে নব জীবন।
জন্ম নিবে ভেদাভেদ জন্ম নিবে গণ।
যিনি করেছেন সৃষ্টি এ জীবন ,
তিনি কি কভু করেছেন বিভাজন?
জীবনের জন্যে যদি হয় জীবন
জীবন কখনো হবে না মৃত্যুর কারণ।
তবুও জন্ম কে নয় মৃত্যুকে ভয়।
মৃত্যু কে কেন এতো ভয়? কিসের ভয় ?
পেলে পুষে যাকে বড় করছো শরীরময়।
অবিরাম মৃত্যুর নগ্ন নৃত্য চলছে,
প্রতিটি মুহূর্ত সে ছিনিয়ে নিচ্ছে।
মৃত্যুর আগমনী বার্তা প্রতিটি প্রসব,
তবুও থামবেনা জন্মের উৎসব।
অবিরাম জন্ম নিবে নব জীবন।
জন্ম নিবে ভেদাভেদ জন্ম নিবে গণ।
যিনি করেছেন সৃষ্টি এ জীবন ,
তিনি কি কভু করেছেন বিভাজন?
জীবনের জন্যে যদি হয় জীবন
জীবন কখনো হবে না মৃত্যুর কারণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজীব জমশের হাসান ১৮/১১/২০১৭দুর্দান্ত উপলব্ধি
-
সাঁঝের তারা ০৫/১১/২০১৭অপূর্ব ভাবনা
-
Mahbubur Rahman ০৩/১১/২০১৭ধন্যবাদ প্রিয় লেখকগন আপনাদের মন্তব্য আমার প্রেরনা।
-
সোলাইমান ০২/১১/২০১৭চমৎকার। অসীম শুভেচ্ছা জানবেন কবি।।
-
রনি বিশ্বাস ০১/১১/২০১৭অসাধারণ লেখনী । অজস্র শুভকামনা রইল ।
-
শরিফুল ইসলাম (1990) ০১/১১/২০১৭বাস্তব
-
মোঃ ফাহাদ আলী ০১/১১/২০১৭বাস্তব
-
কাজী জুবেরী মোস্তাক ০১/১১/২০১৭প্রত্যেকটি শব্দই অসাধারণ
-
আজাদ আলী ০১/১১/২০১৭Sundar kotha Boleyn priy
-
সুমন দাস। ০১/১১/২০১৭ভালো লাগল