www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অচৈতন্য

চার পাশটা আবেশের মতো ছিল,
আমি ডুবেছিলাম আকন্ঠ রঙিন নেশায়।
ভিন্ন মাত্রার অভিন্ন নেশায়। . তারপর?
তারপর কেটে গিয়েছে সময়।
বদলে গিয়েছে সবকিছু সে সময়ের অজুহাতে।
গুটিয়েছে আবেগ অক্টোপাস তার বাহুগুলো ।
উত্তাল হৃদপিন্ড হয়েছে শান্ত ;
একগেঁয়ে ধ্বনিতে সঞ্চালিত আজ জীবনী তরল।
একটা নির্লিপ্ততা নেমে এসেছে ,
কিছুটা অপরাধ বোধ সাথে করে।
নেশার ঘোর কেটে গিয়েছে বহু আগে ,
স্পষ্ট দৃষ্টিতে দেখি মলিন পৃথিবী।
যেখানে অমূল্য কিছু বেঁচে দিয়েছি ,
নির্মূল্য বেদনার বিনিময়ে।
তবুও যা পেয়েছি সঞ্চয়ের খাতায় জমা করেছি।
যা পাইনি তা আমার ছিলোনা বলে শান্তনা নিয়েছি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast