অচৈতন্য
চার পাশটা আবেশের মতো ছিল,
আমি ডুবেছিলাম আকন্ঠ রঙিন নেশায়।
ভিন্ন মাত্রার অভিন্ন নেশায়। . তারপর?
তারপর কেটে গিয়েছে সময়।
বদলে গিয়েছে সবকিছু সে সময়ের অজুহাতে।
গুটিয়েছে আবেগ অক্টোপাস তার বাহুগুলো ।
উত্তাল হৃদপিন্ড হয়েছে শান্ত ;
একগেঁয়ে ধ্বনিতে সঞ্চালিত আজ জীবনী তরল।
একটা নির্লিপ্ততা নেমে এসেছে ,
কিছুটা অপরাধ বোধ সাথে করে।
নেশার ঘোর কেটে গিয়েছে বহু আগে ,
স্পষ্ট দৃষ্টিতে দেখি মলিন পৃথিবী।
যেখানে অমূল্য কিছু বেঁচে দিয়েছি ,
নির্মূল্য বেদনার বিনিময়ে।
তবুও যা পেয়েছি সঞ্চয়ের খাতায় জমা করেছি।
যা পাইনি তা আমার ছিলোনা বলে শান্তনা নিয়েছি।
আমি ডুবেছিলাম আকন্ঠ রঙিন নেশায়।
ভিন্ন মাত্রার অভিন্ন নেশায়। . তারপর?
তারপর কেটে গিয়েছে সময়।
বদলে গিয়েছে সবকিছু সে সময়ের অজুহাতে।
গুটিয়েছে আবেগ অক্টোপাস তার বাহুগুলো ।
উত্তাল হৃদপিন্ড হয়েছে শান্ত ;
একগেঁয়ে ধ্বনিতে সঞ্চালিত আজ জীবনী তরল।
একটা নির্লিপ্ততা নেমে এসেছে ,
কিছুটা অপরাধ বোধ সাথে করে।
নেশার ঘোর কেটে গিয়েছে বহু আগে ,
স্পষ্ট দৃষ্টিতে দেখি মলিন পৃথিবী।
যেখানে অমূল্য কিছু বেঁচে দিয়েছি ,
নির্মূল্য বেদনার বিনিময়ে।
তবুও যা পেয়েছি সঞ্চয়ের খাতায় জমা করেছি।
যা পাইনি তা আমার ছিলোনা বলে শান্তনা নিয়েছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ৩১/১০/২০১৭বেশ সুন্দর লাগৈ।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ৩১/১০/২০১৭বেশ আবেশময় । ভাল লাগলো ।
-
সোলাইমান ৩১/১০/২০১৭সুন্দর লিখেছেন কবি!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/১০/২০১৭খুব ভালো।
-
আজাদ আলী ৩১/১০/২০১৭Valoi hoyeche