স্বপ্ন বেচে থাকে
এক একটা দিন শুন্য শুন্য মনে হয়।
মর্ত্যের যন্ত্রণা আর স্মৃত্যির বেদনা একাকার হয়ে যায় l
পূবালী বাতাসটাও থেমে যায় স্তব্দ করে পরিবেশ।
বেদনার নদীতে ছলকে ছলকে উঠে ঢেউ ,
বান ডাকিবার তার তীব্র প্রয়াস , মানেনা কিছুতেই l
সুখের বালির বাধ বড় বেশি ঠুনকো মনে হয়।
এই বুঝি বেদনার প্লাবনে ভেসে গেল সব ,
ভেঙ্গে বুঝি যাবে এপার উপর সব করে একাকার l
ভয়ার্ত দিশে হারা পথিক চেনা পথে পথ হারায় ,
গন্তব্যের দুরত্ব বেড়েই চলে l
তবুও পথিক পথ চলে গন্তব্যের আশায়,
আসুক প্লাবন পারি দিব সুখের ভাঙ্গা নৌকায় l
এক একটা দিন শুন্য শুন্য মনে হয়।
কেউ থাকেনা, কিছু থাকেনা, থাকেনা আশা; হতাশা l
শুধু আমি থাকি আর থাকে চটে যাওয়া রং, তুলি l
আমি ছবি আকি বিবর্ণ রঙিন ছবি l
আনন্দ থাকেনা, থাকেনা বেদনা চলে যায় এমনি l
কোনো কোনো দিন অদ্দ্রিষ্ট কে দূষি l
চিতকার করে বলতে চাই শালা ভাগ্যটায় খারাপ
কিন্তু পারিনা আমি বাস্তব বাদী ভাগ্য বলে কিছু নেই
যদি কিছু নাই থাকে সে আমার কর্ম ,
তবুও আমি স্বপ্ন দেখি একদিন কর্ম হবে l
আমি ছবি আকব জলমলে রঙিন ছবি ,
যে ছবির ভাষা আছে যে ছবি কথা বলে l
মর্ত্যের যন্ত্রণা আর স্মৃত্যির বেদনা একাকার হয়ে যায় l
পূবালী বাতাসটাও থেমে যায় স্তব্দ করে পরিবেশ।
বেদনার নদীতে ছলকে ছলকে উঠে ঢেউ ,
বান ডাকিবার তার তীব্র প্রয়াস , মানেনা কিছুতেই l
সুখের বালির বাধ বড় বেশি ঠুনকো মনে হয়।
এই বুঝি বেদনার প্লাবনে ভেসে গেল সব ,
ভেঙ্গে বুঝি যাবে এপার উপর সব করে একাকার l
ভয়ার্ত দিশে হারা পথিক চেনা পথে পথ হারায় ,
গন্তব্যের দুরত্ব বেড়েই চলে l
তবুও পথিক পথ চলে গন্তব্যের আশায়,
আসুক প্লাবন পারি দিব সুখের ভাঙ্গা নৌকায় l
এক একটা দিন শুন্য শুন্য মনে হয়।
কেউ থাকেনা, কিছু থাকেনা, থাকেনা আশা; হতাশা l
শুধু আমি থাকি আর থাকে চটে যাওয়া রং, তুলি l
আমি ছবি আকি বিবর্ণ রঙিন ছবি l
আনন্দ থাকেনা, থাকেনা বেদনা চলে যায় এমনি l
কোনো কোনো দিন অদ্দ্রিষ্ট কে দূষি l
চিতকার করে বলতে চাই শালা ভাগ্যটায় খারাপ
কিন্তু পারিনা আমি বাস্তব বাদী ভাগ্য বলে কিছু নেই
যদি কিছু নাই থাকে সে আমার কর্ম ,
তবুও আমি স্বপ্ন দেখি একদিন কর্ম হবে l
আমি ছবি আকব জলমলে রঙিন ছবি ,
যে ছবির ভাষা আছে যে ছবি কথা বলে l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭
-
সুমন দাস। ২৫/১০/২০১৭সুন্দর
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ২৫/১০/২০১৭অনেক সুন্দর লিখেছেন!
-
আজাদ আলী ২৫/১০/২০১৭Valo
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭কিছু বানান ভুল আছে।ঠিক করে নিন।
অনেক ভাল থাকুন।