www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার অবহেলার কেউ

প্রতিভা
তোমার যে হাতটা ধরতে আমার আজন্ম সাধ,সেই হাতে তুমি ধরে রাখো অন্য কারো হাত,তোমার যে হাসি আমার অজস্র নির্ঘম রাতের কারন হয়েছিল,জেনেছি সেই হাসির কারন অন্য কেউ৷তোমার যে চোখের মায়ায় ডুবেছি আমি,সেই চোখে অন্য কারো বসবাস!আমি কি বোকা তাইনা?সব জেনে শুনেও তোমায় কেমন ভালবেসে যাচ্ছি৷গতকাল তোমাকে যতটা ভালবেসেছি আজ যেনতার দ্বিগুন ভালবাসছি৷তুমি তার কিছু জানোনা৷জানবেনা কখনো৷জানবেনা তোমার জন্য কত শত মূহুর্ত একটা মন কেঁদে যাচ্ছে৷চোখের জলে বালিশ ভেজানো রাতগুলোতে কেউ থাকেনা পাশে৷তুমি জানবেনা কিছুই..........কেন কিছু মানুষ শুধু অপূর্নতার ঝুলি করে পৃথিবীতে আসে??কেন কেউ ভালবাসা পেয়েও পায় ঠেলে দেয় আর কেউবা সেই ভালবাসা পেতে তীর্থের কাকের মতন অপেক্ষা করে?কেন এত অদ্ভুত মানবজীবন??উওর গুলো জানা হয়না,প্রিয় ভালবাসি তোমায় ভালবাসি,প্রতিক্ষন,সা­রাক্ষন৷
ইতি
তোমার খুব অবহেলার কেউ
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৭৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast