ভালোবাসি তোমায়
প্রতিভা
এই দেখো, আমি শিখে গেছি তোমায় ছাড়া বাঁচতে,আমি শিখে গেছি তোমায় ছাড়া হাসতে,আমি আজ ভুলে গেছি স্বপ্ন দেখতে,ভুলে গেছি নীল বেদনায় জর্জরিত হতে,সত্যি দেখো ভুলে গেছি সব,তোমার ছলনা, তোমার অপমানতোমার দেওয়া যত আঘাত,তুমি এসে দেখো সত্যি বদলে গেছি ।আমার হঠাত্ পাওয়া সুখটাকে আমি বিসর্জন দিয়েছি,স্মৃতিগুলোকে মুছে দিয়েছি,এক পশলা বৃষ্টির মত- হঠাত্ এসে হঠাত্ চলেগেলে তুমি,মাঝখানের কটা দিন,আমার রাত জাগা, আমার স্বপ্ন দেখা,আমার একটু পাওয়ার শিহরণ জাগা,আর তারপর...আর তারপর তোমার চলে যাওয়া....আমি সব ভুলে গিয়েছি,ভুলে গিয়েছি কেননা বুঝে নিয়েছি,এক ছাদ নয়,আমরা থাকবো এক আকাশের নিচে,ভুলে গিয়েছি,বিশ্বাস কর,সব ভুলে গিয়েছি,শুধু.....শুধু একটা কথা মনে রেখেছি......আর সেটা হলো-"ভালোবাসি তোমায়"
এই দেখো, আমি শিখে গেছি তোমায় ছাড়া বাঁচতে,আমি শিখে গেছি তোমায় ছাড়া হাসতে,আমি আজ ভুলে গেছি স্বপ্ন দেখতে,ভুলে গেছি নীল বেদনায় জর্জরিত হতে,সত্যি দেখো ভুলে গেছি সব,তোমার ছলনা, তোমার অপমানতোমার দেওয়া যত আঘাত,তুমি এসে দেখো সত্যি বদলে গেছি ।আমার হঠাত্ পাওয়া সুখটাকে আমি বিসর্জন দিয়েছি,স্মৃতিগুলোকে মুছে দিয়েছি,এক পশলা বৃষ্টির মত- হঠাত্ এসে হঠাত্ চলেগেলে তুমি,মাঝখানের কটা দিন,আমার রাত জাগা, আমার স্বপ্ন দেখা,আমার একটু পাওয়ার শিহরণ জাগা,আর তারপর...আর তারপর তোমার চলে যাওয়া....আমি সব ভুলে গিয়েছি,ভুলে গিয়েছি কেননা বুঝে নিয়েছি,এক ছাদ নয়,আমরা থাকবো এক আকাশের নিচে,ভুলে গিয়েছি,বিশ্বাস কর,সব ভুলে গিয়েছি,শুধু.....শুধু একটা কথা মনে রেখেছি......আর সেটা হলো-"ভালোবাসি তোমায়"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ২৭/১১/২০১৭বেশ!