www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মৃত্যু পিছু পিছু

মাতৃগর্ভের অন্ধকার থাকে যখন
পা রেখেছি এই নশ্বর অবনীপরে
মুখ ভরা হাসি ছিল সকল আত্মীয়ের তরে
আমার চোখ থেকে বুক ফাটা কান্না ঝরে।
বুঝেনি তখন কেউ,আমিও ছিলাম অবুঝ
কিন্তু জেনেছিলেন সে,যিনি সৃষ্টি করেছেন মোরে।
যবে এসেছিলাম ধরনীতে,এসেছিল মোর সাথে
প্রতিটা মুহুর্তে সে মিশে থাকে এই আমাতে।
মোর স্পন্দন, মোর বিবেক কে আহবান করে
লোভ, লালসা ক্ষোভ কে ধিক্কার করে।
আমিও আসতে চাইনি এই তমসা পাপের ধরায়
সৃষ্টির লীলাখেলা চলে উপরওয়ালার ইচ্ছায়।

এসেছি আমি যুগে যুগে এসেছে কত জন!
মানবগণ কভু চেয়েছে কি পেতে বিধাতার মন?

পাপ পঙ্কিলমায় পূর্ন এই ধরা
করে কি মঙ্গলকাজ? বেচে আছে যারা?
রূহ, বিবেক কে উপেক্ষা করে
ছুটে চলে মানব ধ্বংসের পথে।
চলছে ধেয়ে খুন, রাহাজানি,আর গুম
বিনষ্ট হচ্ছে শান্তি প্রিয় দের শান্তির ঘুম।
শিক্ষা,চাকুরি সকল ক্ষেত্রে নাইকো দুর্নিতির শেষ
ব্যবসা,বাণিজ্য করতে গেলেও দিতে হয় চাঁদা বেশ।
কেউবা আবার ঘরের বউ কে তুচ্ছ করে পতিতালইয়ে যায়
এই বর্বর মানুষ গুলো নিজেকে ধ্বংস করে নিজেরাই।
কিছু লোক গ্রহন করে আফিম, মদ আর গাজা
সাজতে চায় তারা এই পৃথিবীর রাজা

বিধাতার এই সৃষ্টিক্ষেত্রে বিধাতার ইচ্ছায় সব হয়
আজ হয়ত ভুবন শাসন করো কাল কিন্তু নয়
দেহের শক্তি তোমার কয়দিন ই বা রবে
চিরস্থায়ী কি রইবে তুমি এই সুন্দর ভবে?
সৃষ্টির সূচনা থেকে হয়েছে দোষ,গুণের খাতা ভারী
হাশরের দিনে থাকবেনা শক্তি, যতই করো বাহাদুরি।
থাকবেনা এই সুন্দর দেহ থাকবেনা কোন কিছু
জন্মলগ্ন থেকেই রয়েছে সাথে মৃত্যু পিছু পিছু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast