মৃত্যু পিছু পিছু
মাতৃগর্ভের অন্ধকার থাকে যখন
পা রেখেছি এই নশ্বর অবনীপরে
মুখ ভরা হাসি ছিল সকল আত্মীয়ের তরে
আমার চোখ থেকে বুক ফাটা কান্না ঝরে।
বুঝেনি তখন কেউ,আমিও ছিলাম অবুঝ
কিন্তু জেনেছিলেন সে,যিনি সৃষ্টি করেছেন মোরে।
যবে এসেছিলাম ধরনীতে,এসেছিল মোর সাথে
প্রতিটা মুহুর্তে সে মিশে থাকে এই আমাতে।
মোর স্পন্দন, মোর বিবেক কে আহবান করে
লোভ, লালসা ক্ষোভ কে ধিক্কার করে।
আমিও আসতে চাইনি এই তমসা পাপের ধরায়
সৃষ্টির লীলাখেলা চলে উপরওয়ালার ইচ্ছায়।
এসেছি আমি যুগে যুগে এসেছে কত জন!
মানবগণ কভু চেয়েছে কি পেতে বিধাতার মন?
পাপ পঙ্কিলমায় পূর্ন এই ধরা
করে কি মঙ্গলকাজ? বেচে আছে যারা?
রূহ, বিবেক কে উপেক্ষা করে
ছুটে চলে মানব ধ্বংসের পথে।
চলছে ধেয়ে খুন, রাহাজানি,আর গুম
বিনষ্ট হচ্ছে শান্তি প্রিয় দের শান্তির ঘুম।
শিক্ষা,চাকুরি সকল ক্ষেত্রে নাইকো দুর্নিতির শেষ
ব্যবসা,বাণিজ্য করতে গেলেও দিতে হয় চাঁদা বেশ।
কেউবা আবার ঘরের বউ কে তুচ্ছ করে পতিতালইয়ে যায়
এই বর্বর মানুষ গুলো নিজেকে ধ্বংস করে নিজেরাই।
কিছু লোক গ্রহন করে আফিম, মদ আর গাজা
সাজতে চায় তারা এই পৃথিবীর রাজা
বিধাতার এই সৃষ্টিক্ষেত্রে বিধাতার ইচ্ছায় সব হয়
আজ হয়ত ভুবন শাসন করো কাল কিন্তু নয়
দেহের শক্তি তোমার কয়দিন ই বা রবে
চিরস্থায়ী কি রইবে তুমি এই সুন্দর ভবে?
সৃষ্টির সূচনা থেকে হয়েছে দোষ,গুণের খাতা ভারী
হাশরের দিনে থাকবেনা শক্তি, যতই করো বাহাদুরি।
থাকবেনা এই সুন্দর দেহ থাকবেনা কোন কিছু
জন্মলগ্ন থেকেই রয়েছে সাথে মৃত্যু পিছু পিছু।
পা রেখেছি এই নশ্বর অবনীপরে
মুখ ভরা হাসি ছিল সকল আত্মীয়ের তরে
আমার চোখ থেকে বুক ফাটা কান্না ঝরে।
বুঝেনি তখন কেউ,আমিও ছিলাম অবুঝ
কিন্তু জেনেছিলেন সে,যিনি সৃষ্টি করেছেন মোরে।
যবে এসেছিলাম ধরনীতে,এসেছিল মোর সাথে
প্রতিটা মুহুর্তে সে মিশে থাকে এই আমাতে।
মোর স্পন্দন, মোর বিবেক কে আহবান করে
লোভ, লালসা ক্ষোভ কে ধিক্কার করে।
আমিও আসতে চাইনি এই তমসা পাপের ধরায়
সৃষ্টির লীলাখেলা চলে উপরওয়ালার ইচ্ছায়।
এসেছি আমি যুগে যুগে এসেছে কত জন!
মানবগণ কভু চেয়েছে কি পেতে বিধাতার মন?
পাপ পঙ্কিলমায় পূর্ন এই ধরা
করে কি মঙ্গলকাজ? বেচে আছে যারা?
রূহ, বিবেক কে উপেক্ষা করে
ছুটে চলে মানব ধ্বংসের পথে।
চলছে ধেয়ে খুন, রাহাজানি,আর গুম
বিনষ্ট হচ্ছে শান্তি প্রিয় দের শান্তির ঘুম।
শিক্ষা,চাকুরি সকল ক্ষেত্রে নাইকো দুর্নিতির শেষ
ব্যবসা,বাণিজ্য করতে গেলেও দিতে হয় চাঁদা বেশ।
কেউবা আবার ঘরের বউ কে তুচ্ছ করে পতিতালইয়ে যায়
এই বর্বর মানুষ গুলো নিজেকে ধ্বংস করে নিজেরাই।
কিছু লোক গ্রহন করে আফিম, মদ আর গাজা
সাজতে চায় তারা এই পৃথিবীর রাজা
বিধাতার এই সৃষ্টিক্ষেত্রে বিধাতার ইচ্ছায় সব হয়
আজ হয়ত ভুবন শাসন করো কাল কিন্তু নয়
দেহের শক্তি তোমার কয়দিন ই বা রবে
চিরস্থায়ী কি রইবে তুমি এই সুন্দর ভবে?
সৃষ্টির সূচনা থেকে হয়েছে দোষ,গুণের খাতা ভারী
হাশরের দিনে থাকবেনা শক্তি, যতই করো বাহাদুরি।
থাকবেনা এই সুন্দর দেহ থাকবেনা কোন কিছু
জন্মলগ্ন থেকেই রয়েছে সাথে মৃত্যু পিছু পিছু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ০৯/০৬/২০১৪সুন্দরের প্রকাশ। আমার পাতায় আসবেন কিন্তু?
-
Toofun ahmed ০৬/০৬/২০১৪awesome laglo
-
কবি মোঃ ইকবাল ০৪/০৬/২০১৪অনবদ্য একটি অসাধারন কাব্য।
-
সুবীর কাস্মীর পেরেরা ০৪/০৬/২০১৪দারুণ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/০৬/২০১৪সত্য উপলব্ধি।
-
টি আই রাজন ০৪/০৬/২০১৪সত্য, সত্য এবং সত্য।