www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যখন আমি থাকবনা

যখন আমি থাকবনা
এই ধরনীর বুকে
তখন আমায় খুঁজে নিও
রংধনুর রঙ গায়ে মেখে।
যখন আমি থাকব না
এই জগতে,
বন বনানীর অরন্যে যেও
আমায় খুঁজে পেতে।
যখন আমি আড়াল হব
এই সংসার থেকে
তোমার জন্য যাব আমি
ভালবাসার সকল উপমা রেখে।

আমায় তুমি খুঁজে পাবে
বনলতার মাঝে প্রস্ফুটিত ফুলে
আমার হাসি খুঁজে পাবে তুমি
শিশুর খিল খিল মুক্ত ছড়ানো হাসির মাঝে
আমার কান্না খুঁজে পাবে তুমি
আকাশ থেকে ঝরে যাওয়া বৃষ্টির মাঝে।
আমায় খুঁজে পাবে প্রকৃতিতে
বসন্তের বাতাসের সাথে মিশে
দোলা দিয়ে যাব তোমায়
কার্তিকের নবান্নে এসে
ছুঁয়ে দিয়ে যাব তোমায়।
এসে কালবৈশাখীর ঝড়ের রাতে
গল্পের ঝুড়ি বসাবো তোমার সাথে।

শিউলী তলে বসে যখন
ভাববে তুমি আমায়
তখন স্নিগ্ধ এ লগনে আমি
কবিতার আসর উপহার দিব তোমায়।
যখন রাঙা ঠোটে হলদে টিয়া
ডাকবে এসে তোমায়,
গাছের ডালে হলদে ছোঁয়ায়
খুজে নিও এই আমায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Toofun ahmed ০৬/০৬/২০১৪
    awesome
  • মোঃওবায় দুল হক ০৪/০৬/২০১৪
    খুব সুন্দর!ভালাগল।
  • জোছনা ভেজা মন ০৪/০৬/২০১৪
    দারুণ লিখছেন কবি
  • এত খুজাখুজির কি দরকার।
  • শূন্য ০৩/০৬/২০১৪
    আহ! এ কি লেখা। আমি বরাবরের মতই মুগ্ধ হলাম।
  • কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪
    চমৎকার লিখনী কবিবন্ধু।
  • জাজাফী ০৩/০৬/২০১৪
    ভাল লিখেছেন। তবে স্থানে স্থানে একটা করে এন্টার নামে ব্রেক দিলে ভাল হত।
  • এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪
    চমৎকার হাতের লেখা, সুন্দর কবিতা।
    • অনেক অনেক ধন্যবাদ
 
Quantcast