বাংলার খোকা
বাংলার বুকে জন্মেছিল এক
উদ্যম সন্তান,
কীর্তি ছিল অতুল সমান,
গুণে ছিল মহীয়ান।
ছোটবেলা থেকে সাহসী ছিল সে,
ছিল সে দুর্নিবার,
সহজ সরল মনটাতে তার
ছিল না অহংকার।
সদাই সে ভাবিত শুধু
এ দেশবাসীর কথা,
সে ভাবিত এ দেশের
স্বাধীনতার কথা।
ধীরে ধীরে খোকা বড় হইল
বুঝিতে পারিল সবই,
ধীরে ধীরে সে হইয়া উঠিল
স্বাধীনতার কবি।
বজ্রকণ্ঠের হুংকারে সে শোনাল তার কবিতা,
বাঙালির চোখে আঁকিয়া দিল স্বাধীনতার ছবিটা।
সেদিনের সেই বাংলার খোকা থাকবে চিরদিন অম্লান
বাঙালি জাতির জনক সে যে শেখ মুজিবুর রহমান।
উদ্যম সন্তান,
কীর্তি ছিল অতুল সমান,
গুণে ছিল মহীয়ান।
ছোটবেলা থেকে সাহসী ছিল সে,
ছিল সে দুর্নিবার,
সহজ সরল মনটাতে তার
ছিল না অহংকার।
সদাই সে ভাবিত শুধু
এ দেশবাসীর কথা,
সে ভাবিত এ দেশের
স্বাধীনতার কথা।
ধীরে ধীরে খোকা বড় হইল
বুঝিতে পারিল সবই,
ধীরে ধীরে সে হইয়া উঠিল
স্বাধীনতার কবি।
বজ্রকণ্ঠের হুংকারে সে শোনাল তার কবিতা,
বাঙালির চোখে আঁকিয়া দিল স্বাধীনতার ছবিটা।
সেদিনের সেই বাংলার খোকা থাকবে চিরদিন অম্লান
বাঙালি জাতির জনক সে যে শেখ মুজিবুর রহমান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রমজান তালুকদার বাপ্পী ২৯/০৯/২০১৭খুব ভালো হয়ছে
-
সাঁঝের তারা ২৪/০৯/২০১৭ভালো
-
ন্যান্সি দেওয়ান ২৩/০৯/২০১৭Good.
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৯/২০১৭সুন্দর।
খোকার ভক্তকে শুভেচ্ছা। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৯/২০১৭অনেক ভালো।
-
আজাদ আলী ২৩/০৯/২০১৭Shekh Majibur Rahaman is proud of Bangladesh. Thanks