সালাত
সৃষ্টিকূলের সব কিছুরই আল্লাহ্ যে স্রষ্টা,
কেউ যে নেই তাহার বড় তিনি সর্বদ্রষ্টা।
আযানের ধ্বণি শুনলে পরে মসজিদে যাই তাড়াতাড়ি,
পবিত্র কাপড়ে পবিত্র মনে সবার আগে অযু করি।
বুড়ো-যুবা সকলেই এক কাতারে নামায পড়ি।
হাট-বাজারে, দোকান-পাটে বসে থেকে ভাই,
লাভ যে কিছু নাই।
পাচ ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়।
তাই কতা বলি সবাই চলো নামায পড়তে যাই।
কেউ যে নেই তাহার বড় তিনি সর্বদ্রষ্টা।
আযানের ধ্বণি শুনলে পরে মসজিদে যাই তাড়াতাড়ি,
পবিত্র কাপড়ে পবিত্র মনে সবার আগে অযু করি।
বুড়ো-যুবা সকলেই এক কাতারে নামায পড়ি।
হাট-বাজারে, দোকান-পাটে বসে থেকে ভাই,
লাভ যে কিছু নাই।
পাচ ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়।
তাই কতা বলি সবাই চলো নামায পড়তে যাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/০১/২০১৭বেশ ভালো লাগলো প্রিয়কবি ।
-
সাইদুর রহমান ১২/০১/২০১৭বাহ।
-
আব্দুল হক ১১/০১/২০১৭মাশা আল্লাহ্ সুন্দর কথা!
-
আমি-তারেক ১১/০১/২০১৭onek valo...