www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উপদেশ

শোনো হে বালক,
তোমায় বলছি, হতে হবে তোমাকে আদর্শ এক ব্যক্তি,
কথা ও কাজের সাথে থাকবে যার মিল,
করবে না কখনো মিথ্যা কোনো উক্তি।
মাতা- পিতাকে করতে হবে মনে প্রাণে ভক্তি।
ছোটদের করতে হবে আদর ও স্নেহ,
তোমার দ্বারা কখন যেন দুঃখ পায় না কেহ।
বড়দের করবে তুমি সবসময় সম্মান ও শ্রদ্ধা
তাদের কাছ থেকে গ্রহণ করবে উপদেশ ও বিদ্যা।
করবে না তুমি চুরি ডাকাতি কিংবা অন্যায় কোনো কাজ
এসব কথা বলছি তোমায় আজ,
যদি তুমি উপদেশ গুলো মান,
একদিন তুমি অনেক বড় হবে জীবনে কখনো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast