উপদেশ
শোনো হে বালক,
তোমায় বলছি, হতে হবে তোমাকে আদর্শ এক ব্যক্তি,
কথা ও কাজের সাথে থাকবে যার মিল,
করবে না কখনো মিথ্যা কোনো উক্তি।
মাতা- পিতাকে করতে হবে মনে প্রাণে ভক্তি।
ছোটদের করতে হবে আদর ও স্নেহ,
তোমার দ্বারা কখন যেন দুঃখ পায় না কেহ।
বড়দের করবে তুমি সবসময় সম্মান ও শ্রদ্ধা
তাদের কাছ থেকে গ্রহণ করবে উপদেশ ও বিদ্যা।
করবে না তুমি চুরি ডাকাতি কিংবা অন্যায় কোনো কাজ
এসব কথা বলছি তোমায় আজ,
যদি তুমি উপদেশ গুলো মান,
একদিন তুমি অনেক বড় হবে জীবনে কখনো।
তোমায় বলছি, হতে হবে তোমাকে আদর্শ এক ব্যক্তি,
কথা ও কাজের সাথে থাকবে যার মিল,
করবে না কখনো মিথ্যা কোনো উক্তি।
মাতা- পিতাকে করতে হবে মনে প্রাণে ভক্তি।
ছোটদের করতে হবে আদর ও স্নেহ,
তোমার দ্বারা কখন যেন দুঃখ পায় না কেহ।
বড়দের করবে তুমি সবসময় সম্মান ও শ্রদ্ধা
তাদের কাছ থেকে গ্রহণ করবে উপদেশ ও বিদ্যা।
করবে না তুমি চুরি ডাকাতি কিংবা অন্যায় কোনো কাজ
এসব কথা বলছি তোমায় আজ,
যদি তুমি উপদেশ গুলো মান,
একদিন তুমি অনেক বড় হবে জীবনে কখনো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ১৩/০২/২০১৭অত্যন্ত ভাল
-
সোলাইমান ১৩/০১/২০১৭নব-আঙ্গিকে উপস্থাপিত ছান্দসিক কাব্যে মন ভরে গেল কবি।
ধন্যবাদ। -
গুরুপদ নেয়ে ১১/০১/২০১৭অনেক অনেক ভালো হয়েছে!
-
গালিব আফসারী ০৯/০১/২০১৭উপদেশ, ভালো লাগলো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০১/২০১৭শুধু বালক নয়, আমরাও উপদেশ শুনি।
-
মোমিনুল হক আরাফাত ০৯/০১/২০১৭দারুণ